LSG vs DC: লখনউয়ের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের দলে বড় চমক, বাদ পড়লেন এই ভারতীয় বোলার

দিল্লি ক্যাপিটালস (DC) আজ গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে। এই ম্যাচে দলে বড় পরিবর্তন এনেছেন অক্ষর প্যাটেল। অভিজ্ঞ ভারতীয় পেসার মোহিত শর্মাকে বসিয়ে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রীলঙ্কান পেসার দুশমন্থ চামিরাকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এটি হবে চামিরার অভিষেক ম্যাচ।
ডেথ ওভারে ভালো বল করার জন্য পরিচিত মোহিত শর্মা এবারের আসরে মোটেই ছন্দে নেই। তিনি এখনও পর্যন্ত ৭ ম্যাচে মাত্র ২টি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ১০-এর কাছাকাছি। শেষ তিন ম্যাচে তিনি কোনো উইকেট পাননি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে মাত্র ২ ওভারে ২৮ রান হজম করেছেন। এমন হতশ্রী পারফরম্যান্সের জন্যেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
অপরদিকে, দুশমন্থ চামিরা এর আগে এলএসজির (LSG) হয়ে ২০২২ আইপিএলে ৯টি উইকেট নিয়েছিলেন। এরপর গত আইপিএলে কেকেআরের হয়ে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এই শ্রীলঙ্কান পেসার। এবারের আইপিএলে দিল্লির একাধিক বিদেশি খেলোয়াড় অনুপস্থিত থাকায় চামিরার অন্তর্ভুক্তি দলকে নতুন গতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ LSG এর বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। তিনি জানিয়েছেন, “আমরা বড় পরিবর্তনের কথা ভাবি না। ইমপ্যাক্ট প্লেয়ার নির্ভর করে পরিস্থিতির উপর। মোহিত শর্মা আজকের ম্যাচে নেই, দুশমন্থ চামিরা দলে এসেছেন।”
তবে লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই আজ খেলতে নেমেছে।