পুরানের ধুন্ধুমার ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক লখনউয়ের

আইপিএল ২০২৫-এ আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। লখনউ সুপার জায়ান্টস (LSG) আজ ঘরের মাঠে শেষ ওভারে ৬ উইকেটে হারাল গুজরাট টাইটান্সকে (GT)। ম্যাচের মোড় একাধিকবার ঘুরেছে, কখনও গুজরাট, কখনও লখনউ—ঠিক যেন পেন্ডুলামের মতো দুলছিল ভাগ্যরেখা। তবে শেষ হাসি হেসেছেন আয়ুষ বাদোনি। তার ব্যাটেই ম্যাচ শেষ হয় তিন বল বাকি থাকতেই।

টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ। গুজরাটের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শনের জুটি রীতিমতো চাপে ফেলে দেয় লখনউয়ের বোলারদের। গিল ৩৮ বলে ৬০ ও সাই ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে আবেশ খান ও রবি বিষ্ণোইর দাপটে মাঝের ওভারে উইকেট পড়তে শুরু করে। শার্দূল ঠাকুর ও বিষ্ণোই ২টি করে উইকেট নেন। ২০ ওভারে গুজরাট তোলে ১৮০ রান।

এরপর দ্বিতীয় ইনিংসে লখনউয়ের অধিনায়ক পন্থ নিজেই ওপেনিংয়ে নামেন। যদিও তার ইনিংস বড় হয়নি, ১৮ বলে ২১ রান করে ফিরতে হয় তাকে। এরপর ম্যাচের হাল ধরেন মার্কব়্যাম ও নিকোলাস পুরান। মার্কব়্যাম ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, পুরান করেন ৩৪ বলে ৬১।

শেষ দিকে যখন চাপ বাড়ছিল, তখন দৃঢ়তা দেখান আয়ুষ বাদোনি ও আব্দুল সামাদ। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। প্রথম বলে সিঙ্গল নেওয়ার পর আয়ুষ এক বাউন্ডারি ও এক ছয়ে মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। এই জয়ের ফলে লখনউ টানা তৃতীয় জয় তুলে নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।