Virat Kohli: কাঁচে ছুঁড়ে মারলেন জলের বোতল, দল জিতলেও কেন রেগে লাল বিরাট কোহলি

শেষ হল আইপিএল ২০২৫-এর লিগ পর্ব। গতকাল লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও লখনউ সুপার জায়ান্টস (LSG)। এই ম্যাচে আরসিবি ১৮ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লখনউয়ের ২২৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করে শীর্ষ দুই দলের মধ্যে জায়গা করে নেয়। গতকাল ম্যাচের হিরো ছিলেন আরসিবির অধিনায়ক জিতেশ শর্মা, যিনি মাত্র ৩৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।তাকে যোগ্য সঙ্গত দেন ময়াঙ্ক আগারওয়াল, যিনি শেষ পর্যন্ত ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।
এদিন ম্যাচের ১৭তম ওভারে একটি নাটকীয় ঘটনা ঘটে। এলএসজির পেসার দিগ্বেশ রাঠি ‘মানকাডিং’ এর চেষ্টা করেন। ওভারের প্রথম বলেই রাঠি জিতেশকে নন-স্ট্রাইকার প্রান্তে রান আউটের আবেদন করেন, যা নিয়ে বিতর্কের দানা বাঁধে। আম্পায়ার রাঠিকে আউটের আবেদন করছেন কিনা জানতে চাইলে রাঠি হ্যাঁ জবাব দেন, কিন্তু পরে এই আবেদন প্রত্যাহার করে নেওয়া হলেও থার্ড আম্পায়ারের কাছে বিষয়টি ততক্ষণে গিয়ে পৌঁছায়। অবশ্য আম্পায়ার জিতেশকে নট আউট ঘোষণা করেন। তবে এই ঘটনা মেনে নিতে পারননি বিরাট কোহলি, তাকে ড্রেসিংরুমে রাগান্বিত অবস্থায় দেখা যায়।
This time in IPL there is a guy who is famous all the time…he doesn't care about his team whether they win or lose..👇
— Anamika Hazarika (SUMU) (@Anamika1344202) May 27, 2025
He is Mr Lathi
"Digvesh Rathi" "Jitesh Sharma" PBKS vs RCB "Not Out" "Qualifier 1" #RCBvsLSG Kohli #RishabhPant#RoyalChallengersBengaluru@StarSportsIndia pic.twitter.com/9ixj9SzGmr
প্রথমে ব্যাট করে ২২৭ রান করে LSG
গতকাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এলএসজি ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সক্ষম হয়। দলের অধিনায়ক ঋষভ পন্থ নিজের আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতরান করেন। পন্থ ৬১ বলে ১১৮ রান অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ১১টি চারের এবং ৮টি বিশাল ছক্কা। তার এই ইনিংসের উপর ভর করে দল বড় স্কোর গড়ে তোলে।
বিরাট কোহলি এবং ফিল সল্ট ভলো সূচনা করেন
লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবির শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার বিরাট কোহলি এবং ফিল সল্ট দ্রুত রান তুলতে থাকেন। সল্ট ৩০ রানে আউট হলেও, কোহলি ৫৪ রানের ইনিংস খেলেন। পরে জিতেশ শর্মা দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তিনি ৩৩ বলে ৮৫ রানে অপরাজিত থাকার পাশাপাশি ময়াঙ্ক আগরওয়াল ৪১ রান যোগ করেন।
শেষ পর্যন্ত আরসিবি ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পায়। এই জয়ের ফলে আরসিবি শীর্ষ-২ দল হিসেবে শেষ করতে পারলো। ফলে তারা ট্রফি জেতার থেকে আর মাত্র দুটি জয় দূরে আছে।