বিরাট কোহলির ব্যাটে রানের খরা, ভুল ধরিয়ে দিলেন মোহাম্মদ কাইফ

আইপিএল ২০২৫-এ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) খারাপ পারফরম্যান্স অব্যাহত। শুক্রবার, ১৯ এপ্রিল পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিপক্ষে ১৪ ওভারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হার স্বীকার করেছে আরসিবি। ম্যাচের শুরু থেকেই ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন, বাদ যাননি বিরাট কোহলিও।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আরসিবি চাপে পড়ে, ফিল সল্টকে ফেরান আর্শদীপ সিং। এরপর কোহলি মাঠে নামলেও টিকতে পারেননি। তৃতীয় ওভারে মাত্র এক রান করে আউট হয়ে যান তিনি। আর্শদীপের বাউন্সি ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দেন কোহলি, যেখানে ফিল্ডিং করছিলেন মার্কো জানসেন।
ম্যাচ শেষে স্টার স্পোর্টসে প্রাক্তন ভারতীয় ব্যাটার মোহাম্মদ কাইফ বলেন, “১৪ ওভারের ম্যাচ হলেও ৮৪ বল অনেক সময়। কোহলির উচিত ছিল কয়েকটি বল দেখে নেওয়া। ও সাধারণত এমন আগ্রাসী শট খেলে না। ২০ ওভারের ম্যাচ হলে নিশ্চয়ই পয়েন্টের দিকে পাঞ্চ করত। কিন্তু এদিন সে ভেবেছিল ম্যাচটা ছয় ওভারের।”
বৃষ্টির কারণে পিচ ছিল স্যাঁতসেঁতে, যেখানে বল থেমে আসছিল, বাউন্স ছিল অনিয়মিত। কাইফের মতে, এমন কন্ডিশনে ব্যাটারদের উচিত ধৈর্যের পরীক্ষা দেওয়া। তবে আরসিবির বেশিরভাগ ব্যাটারই দ্রুত রান তুলতে গিয়ে আউট হন। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৪৬-৮। পরে টিম ডেভিড একটি লড়াকু হাফ সেঞ্চুরি করে দলকে ৯৫-৯ পর্যন্ত নিয়ে যান। যদিও এই রান পাঞ্জাবের বিপক্ষে যথেষ্ট ছিল না।
উল্লেখযোগ্যভাবে, বিরাট কোহলি এই মরসুমে ঘরের মাঠে তিন ম্যাচে মাত্র ৩০ রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি ২২ রানের ইনিংস ছাড়া বাকি দুটি ম্যাচেই ব্যর্থ তিনি। স্ট্রাইক রেট ১৩০.৪৩ হলেও, ইনিংস বড় করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।