MI IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে শীর্ষ ২ দল হওয়ার হাতছানি, কোন শর্তে দেখুন

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর প্লে-অফের দলগুলি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। তবে লিগ পর্বের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর শীর্ষে থেকে কোন দুই দল শেষ করবে তা নির্ধারণ হবে। শীর্ষ দুইয়ে থাকার অর্থ সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ মিলবে। আবার একটি ম্যাচ হেরে গেলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ থাকবে। শুধু তাই নয়, টপ-২ এর যে কোনো একটি দল যদি পরবর্তী দুই ম্যাচে জয়ী হয়, তাহলে তারা চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজের আগে হুঙ্কার, জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দিনেই ৪৯৮ রান ইংল্যান্ডের

বর্তমানে পয়েন্ট টেবিলের উপরের চারটি দল হল গুজরাট টাইটান্স (১৮ পয়েন্ট), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৭ পয়েন্ট), পাঞ্জাব কিংস (১৭ পয়েন্ট) এবং মুম্বই ইন্ডিয়ান্স (১৬ পয়েন্ট)। মুম্বই ইন্ডিয়ান্স যদিও প্লে-অফ নিশ্চিত করেছে, তবে প্রথম দুটি দলের মধ্যে থাকার সুযোগ এখন তাদের হাতে নেই।

জানিয়ে রাখি, লিগ পর্ব শেষ হওয়ার পর উপরের দুটি দল ২৯ মে কোয়ালিফায়ার ১ ম্যাচ খেলবে। এই ম্যাচে যারা জয়ী হবে তার সরাসরি ফাইনালে যাবে। কোয়ালিফায়ার ১ এ হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচের বিজয়ীর সঙ্গে কোয়ালিফায়ার ২ খেলবে এবং সেই ম্যাচের বিজয়ী ফাইনালে উঠবে।

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে এখন মাত্র একটি ম্যাচ বাকি, আগামী ২৬ মে তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। প্রথম দুইয়ে থাকতে হলে এই ম্যাচ ভালো রানরেট সহ তাদের জিততেই হবে। আর এই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১৮। তবে শুধু এই ম্যাচ জিতলেই হবে না, তাদের চোখ রাখতে হবে গুজরাট, আরসিবি ও পাঞ্জাব কিংসের বাকি ম্যাচগুলোর ফলাফলের উপর।

মুম্বইয়ের শীর্ষ-২ এ পৌঁছানোর জন্য শর্ত: তারা পাঞ্জাবকে হারাবে এবং বর্তমান শীর্ষ ৩ দলের মধ্যে অন্তত দুইটি দল ১৮ পয়েন্টের বেশি পয়েন্ট অর্জন করতে পারবে না। গুজরাট টাইটান্সের হাতে একটি ম্যাচ বাকি, আরসিবি ও পাঞ্জাব কিংসের দুটি করে ম্যাচ বাকি। তাই মুম্বইয়ের ভাগ্য নির্ভর করবে এই তিন দলের পারফরম্যান্সের উপর।