MI vs LSG: সূর্যের ঝলকে উজ্জ্বল মুম্বাই! IPL-এ দ্রুততম ৪০০০ রানের মালিকের ব্যাটে ভর করে পঞ্চম জয় রোহিতদের

আইপিএল ২০২৫ (IPL 2025) এর শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হারের মুখ দেখতে হয়েছিল তাদের। তবে এরপর থেকেই ছন্দ ফিরে পায় রোহিতরা। টানা চারটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এমআই পল্টন। আজও লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ৫৪ রানের বড় জয় পেয়েছে তারা।
আর দলের এই দুর্দান্ত প্রত্যাবর্তনে মুখ্য ভূমিকা রেখেছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নেমে সূর্যকুমার ছুঁয়েছেন আইপিএলে দ্রুততম ৪০০০ রানের মাইলফলক।
ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সবচেয়ে দ্রুত এই কৃতিত্ব অর্জন করলেন, পিছনে ফেললেন রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। ১৬০তম আইপিএল ম্যাচে, মাত্র ১৪৫টি ইনিংসে এই কীর্তি গড়েছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ১৩তম ওভারে আবেশ খানের বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই রেকর্ড ছুঁয়েছেন। ৪০০০ রান করতে সূর্যের লেগেছে মোট ২৭১৪টি ডেলিভারি, যা এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers) ও ক্রিস গেইল (Chris Gayle) ছাড়া অন্যদের থেকে কম।
বলের নিরিখে সূর্য পিছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নার (২৮০৯ বল) ও সুরেশ রায়নাকে (২৮৮১ বল)। এবিডি ও গেইল দু’জনেই ৪০০০ রান করেছিলেন ২৬৫৮ বল খেলে। এই তালিকায় সূর্যের অবস্থান এখন তৃতীয়।
আজ মুম্বাই প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৬১ রানেই শেষ হয়ে যায় পান্থদের ইনিংস। এই জয়ের ফলে মুম্বাই ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট সহ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল।