আইপিএলের মাঝেই ম্যাচ গড়াপেটার প্রস্তাবে নির্বাসিত এই দলের মালিক

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL। তার মধ্যেই ম্যাচ গড়াপেটার অভিযোগে বড়সড় শাস্তির মুখে পড়লেন মুম্বাই টি-টোয়েন্টি লিগের একটি দলের মালিক গুরমিত সিংহ ভামরা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর ন্যায়পাল, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র এই শাস্তি ঘোষণা করেছেন।
ভামরার বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই ক্রিকেটার- ধবল কুলকর্নি ও ভাবিন ঠাক্করকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। জানা গেছে, ভাবিনের কাছে সনু ভাসান নামে এক ব্যক্তি ভামরার তরফ থেকে গিয়ে আর্থিক প্রলোভন ও অন্যান্য লোভ দেখিয়ে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন। যদিও ভাবিন সেই প্রস্তাব নাকচ করে দেন। ধবল কুলকর্নিকেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তার প্রতিক্রিয়া বা বিস্তারিত কিছু জানা যায়নি।
ধবল কুলকর্নি ভারতের জাতীয় দলের হয়ে ১২টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি মুম্বাই টি-টোয়েন্টি লিগেও বহুদিন ধরে খেলেছেন। অন্যদিকে, ভাবিন ঠাক্করও মুম্বই ক্রিকেটে পরিচিত মুখ।
ভামরা ‘সোবো সুপারসোনিক্স’ নামে একটি দলের মালিক ছিলেন। যদিও ২০১৯ সালের পর করোনা অতিমারির কারণে মুম্বাই টি-টোয়েন্টি লিগ বন্ধ হয়ে যায় এবং এই বছরই তা আবার শুরু হয়। ভামরা সেই সময় থেকে লিগের সঙ্গে আর সক্রিয়ভাবে যুক্ত নেই।
শুধু মুম্বাই লিগ নয়, কানাডা টি-টোয়েন্টি লিগের সঙ্গেও ভামরার যুক্ত থাকার তথ্য সামনে এসেছে। তবে সেই লিগ বর্তমানে বন্ধ।
ভামরাকে কত দিনের জন্য নির্বাসিত করা হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অন্তত পাঁচ বছরের জন্য বা সম্ভবত আজীবনের জন্য ক্রিকেট প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নির্বাসিত করা হয়েছে তাকে।