পাঞ্জাব কিংসকে হারাতে লিভিংস্টোনের বদলে আজ বেঙ্গালুরু দলে এই মারকাটারি ব্যাটসম্যান

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আজ ২০ এপ্রিল পাঞ্জাব কিংস (PBKS)-এর মুখোমুখি হয়েছে। শেষ সাক্ষাৎকারে ঘরের মাঠে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়েছিল বিরাট কোহলিদের। হয়তো সেই কারণেই আজ একটি সাহসী পদক্ষেপ হিসেবে, আরসিবি তাদের দলে রোমারিও শেপার্ডকে (Romario Shepherd) অন্তর্ভুক্ত করেছে। এরফলে আজ দলে নেই অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।

গত ম্যাচে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় এবং ৫ উইকেটে পরাজিত হয়। হারের পর দলের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, যা ঢাকতে আজ শেপার্ডকে অন্তর্ভুক্তি করা হয়েছে বলে মনে করা হয়েছে।

শেপার্ড আইপিএল ২০২৫ আসরে ১.৫০ কোটি টাকায় আরসিবিতে যোগ দিয়েছে। তাকে মূলত ফিনিশিং ইনিংসে আক্রমণাত্মক ভূমিকা পালন করতে দেখা যাবে। যদিও লিভিংস্টোন কিছু ম্যাচে ভালো খেলেছন, তবে তার মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল।

অন্যদিকে পাঞ্জাব কিংস আজ তাদের একাদশে কোনও পরিবর্তন আনেনি এবং একই দল নিয়ে মাঠে নেমেছে।

পাঞ্জাব কিংস (প্রথম একাদশ): প্রভসিমরন সিং, প্রিয়াঙ্ক আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইনগ্লিস (উইকেটকিপার), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জাভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (প্রথম একাদশ): ফিলিপ সল্ট, বিরাট কোহলি, রাজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেপার্ড, ভূবনেশ্বর কুমার, সুর্যাশ শর্মা, জশ হ্যাজলউড, যশ দয়াল।