শ্রেয়াস-রিকির নেতৃত্বে প্লে-অফে যাবে পাঞ্জাব কিংস, আশাবাদী প্রভসিমরন

আইপিএল ২০২৫-এর প্লে-অফে ওঠার দৌড়ে এখনও ভালোভাবেই আছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। দলের তরুণ ওপেনার প্রভসিমরন সিং-এর মতে, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং প্রধান কোচ রিকি পন্টিং-এর নেতৃত্বে দল প্লে-অফে ওঠার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ২০১৯ সাল থেকে পাঞ্জাব দলে থাকা প্রভসিমরন জানান, দলটির সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর এবার সময় এসেছে কিছু ফিরিয়ে দেওয়ার।
‘স্টার স্পোর্টস প্রেস রুম’-এ প্রভসিমরন বলেন, “পাঞ্জাব কিংসের সঙ্গে আমার সাত বছরের সম্পর্ক। তারা বরাবরই আমার সাথে থেকেছে। এই বছর আমরা ভিন্ন মানসিকতা নিয়ে খেলছি। অনেক ম্যাচেই আমরা আধিপত্য দেখিয়েছি। দুর্ভাগ্যবশত, শেষ ম্যাচে (কেকেআরের বিরুদ্ধে) বৃষ্টির জন্য খেলা হয়নি, কিন্তু আমাদের প্লে-অফে উঠার সুযোগ এখনও আছে। এরপর আমাদের লক্ষ্য ট্রফি জয়।”
২০২৫ আইপিএলের শুরু থেকেই অধিনায়ক আইয়ার এবং কোচ পন্টিং পাঞ্জাব দলের দায়িত্ব নেন এবং তাদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে। অভিজ্ঞতা ও তারুণ্যে ভারসাম্য এনে দিয়েছেন তারা, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাব কিংস ডান হাতি ব্যাটার প্রভসিমরন কে মেগা নিলামের আগে ধরে রেখেছিল। তার মতে, এই আস্থা তাকে আরও দায়িত্বশীল করেছে। তিনি স্মরণ করেন কিংবদন্তি সচিন টেন্ডুলকরের একটি উপদেশ, যা তার মানসিকতা পাল্টে দিয়েছে। “সচিন স্যার বলেছিলেন, যদি একাদশে সুযোগ না পাও, তবু শেখার সুযোগ নষ্ট করো না। এই কথাটাই আমার ভাবনার জগৎ বদলে দিয়েছিল,” জানান প্রভসিমরন।
২৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান বর্তমানে নিজের খেলায় আরও ধারাবাহিকতা আনার চেষ্টা করছেন। দল যেভাবে তার ওপর আস্থা রেখেছে, প্রভসিমরন এখন সেই আস্থার মর্যাদা দিতে মাঠে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করতে চাইছেন বলে জানিয়েছেন।