RR vs GT: আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারলেই বিদায় রাজস্থান রয়্যালসের, পিচ কেমন থাকবে

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৪৭তম ম্যাচে আজ, ২৮ এপ্রিল, সোমবার, রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস (GT)। সোয়াই মান সিং স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় এই ম্যাচ শুরু হবে। রাজস্থানের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে তারা হারলে আইপিএল ২০২৫ এর প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। অন্যদিকে গুজরাটের লক্ষ্য থাকবে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাওয়া
রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস: পিচ রিপোর্ট
সোয়াই মান সিং স্টেডিয়ামের পিচ ব্যাটার ও বোলার, উভয়কে সাহায্য করে। অন্যান্য মাঠের তুলনায় এখানে হাই স্কোরিং ম্যাচ খুব একটা দেখা যায় না। বেশিরভাগ সময়েই ১৭০-১৮০ রানের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। পিচ সাধারণত ধীরগতির হয়, যেখানে বাউন্স কম থাকে, ফলে ব্যাটসম্যানদের জন্য স্ট্রোক খেলা কিছুটা কঠিন হতে পারে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে।
সোয়াই মান সিং স্টেডিয়ামে এখনও পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে, যার মধ্যে একটি চেজিং দল এবং একটি আগে ব্যাটিং করা দল জয়ী হয়েছে। গত ম্যাচে লখনউ ২ রানে জয়ী হয়েছিল।
রান তাড়া করা দলের রেকর্ড এখানে বেশ ভালো, তাই টস জেতা অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল রেকর্ড
এই মাঠে মোট ৫৯টি আইপিএল ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করা দল ২১টি (৩৫.৫৯%) ম্যাচ জয়ী হয়েছে, এবং রান তাড়া করা দল ৩৮টি (৬৪.৪১%) ম্যাচ জয়ী হয়েছে। এখানকার গড় স্কোর ১৬২.০২ রান, সর্বোচ্চ স্কোর ২১৭/৬, এবং সর্বনিম্ন স্কোর ৫৯ রান।
রাজস্থান বনাম গুজরাট: কারা এগিয়ে
আইপিএলে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানসের মধ্যে মোট ৭টি ম্যাচ হয়েছে, এরমধ্যে পাল্লি ভারী গুজরাটের। তারা ৬টি ম্যাচে জয়ী হয়েছে। রাজস্থান একটি ম্যাচে জয় পেয়েছে, তাও ২০২৩ সালে। আজকের ম্যাচটি তাই রাজস্থানের জন্য বড় চ্যালেঞ্জ।