ছোট বয়স, বড় ছক্কা! বৈভব সূর্যবংশীর জন্য চ্যালেঞ্জ এখন ‘মেজাজ ধরে রাখা’

ভারতের সাবেক ক্রিকেট ও জনপ্রিয় কমেন্টটর রবি শাস্ত্রী মনে করেন, তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে যদি ক্রিকেটে সফল হতে হয়, তাহলে তাকে ব্যর্থতা মোকাবিলা করার কৌশল আয়ত্ত করতে হবে। মাত্র ১৪ বছর বয়সেই বৈভব আইপিএলের মঞ্চে তার প্রতিভার ঝলক দেখিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ২০ বলেই খেলেছেন ৩৪ রানের ঝড়ো ইনিংস। বিশেষ করে শার্দুল ঠাকুরের প্রথম বলেই তার ছক্কা হাঁকানো ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

তবে শাস্ত্রী মনে করেন, আইপিএল আজ ভারতের কোণায় কোণায় লুকিয়ে থাকা প্রতিভাদের তুলে আনছে। তরুণ ক্রিকেটাররা এখন আর ভয় পায় না, তারা নির্ভীকভাবে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে আসছে। তবে তিনি সতর্কতা অবলম্বন করতেও বলেছেন। শাস্ত্রীর মতে, যখন কোনো ক্রিকেটার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে, তখন তার ক্ষেত্রে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না। কিন্তু এই আত্মবিশ্বাস বজায় রাখতে হলে তাকে কঠিন সময়েও নিজের মেজাজ ধরে রাখার কৌশল শিখতে হবে।

শাস্ত্রী আরও বলেন, “মাঠে আপনি যা পরিবেশন করবেন, সেটাই আপনার পরিচয় তৈরি করবে। তাই বৈভবকে এখন থেকেই ব্যর্থতার মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে। যখন আমরা দেখব সে ব্যর্থতার পরেও নিজেকে সামলে নিতে পারছে, তখনই তাঁর প্রকৃত প্রতিভা নির্ধারণ করা সম্ভব হবে।”

শাস্ত্রী আরও বলেছেন, প্রতিভা থাকলে সুযোগ দেওয়া উচিত। যদি কোনো তরুণ ক্রিকেটার আত্মবিশ্বাসের সাথে খেলে এবং বোঝা যায় যে সে সফল হতে পারে, তাহলে তাকে অবশ্যই এগিয়ে আসার সুযোগ দেওয়া প্রয়োজন। এখন দেখার বৈভব সূর্যবংশী ভবিষ্যতে কতটা সফল হতে পারে।