কাজে দিল না যশস্বীর ইনিংস, হ্যাজলউডের বোলিংয়ে জয়ের পথে ফিরলো RCB

আইপিএল ২০২৫-এর ৪২তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ১১ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে (RR)। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেয়ে টানা তিন হারের হতাশা কাটিয়ে উঠলো রজত পাটিদারের দল। এই জয়ের ফলে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বিরাট কোহলিরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় স্কোর তোলে তারা। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ৭০ রান করেন মাত্র ৪২ বলে, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছয়। দেবদত্ত পাডিক্কল অর্ধশতক করে (৫০) তার পুরানো দলের বিপক্ষে দারুণভাবে জ্বলে ওঠেন। এছাড়াও টিম ডেভিড (২৩) ও জিতেশ শর্মা (২০*) শেষদিকে দ্রুত রান তুলে দলের স্কোর ২০০ পার করে। রাজস্থানের হয়ে সন্দীপ শর্মা ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ১৯ বলে ৪৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়ে যায়। RCB-এর অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ৪ উইকেট নিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ স্বীকার করেছেন, “আমরা বল হাতে ভালো করেছিলাম, কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি। এটা ২১০-২১৫ রানের উইকেট ছিল। আমাদের নিজেদেরই দোষ। স্পিনের বিরুদ্ধে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।”
এই জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নেওয়ার পথে RCB আরও এক ধাপ এগিয়ে গেল। আজ, ২৫ এপ্রিল, চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)।