Virat Kohli: দুরন্ত ফর্মে বিরাট কোহলি, ওয়ার্নারের রেকর্ড ভেঙে গড়লেন নতুন মাইলফলক

আইপিএল ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ফের জ্বলে উঠলেন। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ৬২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি, যারপর তার নামের পাশে জুড়েছে একাধিক রেকর্ড। গতকাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলির চলতি মরশুমে ৫০০ রানের গন্ডি পেরিয়েছেন।

এই ম্যাচে কোহলি মাত্র ৩৩ বলে ৬২ রান করেন, যার মধ্যে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। স্যাম কারেনের বলে খালিল আহমেদের হাতে ধরা পড়ার আগে তিনি ‘অরেঞ্জ ক্যাপ’-এর অধিকারী হন এবং এখনও পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ৫০৫ রান। এর মধ্যে সাতবার ৫০ বা তার বেশি স্কোর করেছেন, যা তার ধারাবাহিকতা ও ক্লাসের প্রমাণ।

গতকালের ইনিংসের মাধ্যমে বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে অষ্টমবারের মতো এক মরশুমে ৫০০+ রান করার কীর্তি গড়েছেন। এই তালিকায় তিনি এখন এক নম্বরে, পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে, যিনি সাতবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন কেএল রাহুল, যিনি ছয়বার ৫০০ রানের গন্ডি পার করেছেন।

উল্লেখ্য, কোহলি আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্ধশতক (১০টি) করার রেকর্ড গড়েছেন। একইসঙ্গে, চেন্নাইয়ের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকাতেও তিনিই শীর্ষে, এখন পর্যন্ত ১১৪০-এর বেশি রান করেছেন তিনি এই দলের বিপক্ষে।

কোহলি তাঁর শেষ ছয় ইনিংসে যথাক্রমে ৬২, ৫১, ৭০, ৭৩, ১ ও ৬২ রান করেছেন। এই ধারাবাহিক পারফরম্যান্স আবারো প্রমাণ করে দিল যে তিনি এখনও দেশের ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।