আজ শুক্রবার ২৩ মে, আইপিএল ২০২৫-এর ৬৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। ম্যাচটি ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হবে এবং তার আধা ঘণ্টা আগে দুই দলের অধিনায়ক – রজত পাতিদার ও প্যাট কামিন্স টসের জন্য মাঠে নামবেন।
এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হারানোর কিছু নেই, কারণ তারা ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে তারা বেঙ্গালুরুর টপ-২-এ যাওয়ার সম্ভাবনায় জল ঢেলে দিতে পারে। তবে কোহলিরা আজ জিতে গেলে গুজরাটকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে।
লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচ একসময় স্পিনারদের জন্য আদর্শ ছিল, তবে সাম্প্রতিক সময়ে এটি ব্যাটসম্যান সহায়ক হয়ে উঠেছে। বর্তমানে এই মাঠে প্রথমে বল করা ভালো সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। ব্যাটিংয়ের জন্য উপযুক্ত এই পিচে ১৯০ রানের ওপরে স্কোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধরা যায়।
অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে এখনও পর্যন্ত মোট ২০টি আইপিএল ম্যাচ হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৮ বার, আর রান তাড়া করে জিতেছে ১১ বার। এই মাঠের সর্বোচ্চ স্কোর ২৩৫/৬ এবং সর্বনিম্ন ১০৮। রান তাড়া করে সর্বোচ্চ স্কোর ১৭৭/২। প্রতি ওভারে গড় রান ৮.৫৫ এবং প্রতি উইকেটে গড় রান ২৭.১৭। প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ১৭০ রান।
দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে SRH, আর ১১টি জিতেছে RCB। একটি ম্যাচ ফলাফলবিহীন ছিল। তবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে RCB, ফলে তারা মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.