আয়েশার পর নতুন অধ্যায়, সোফির সঙ্গে শিখর ধাওয়ানের প্রেমের গল্প প্রকাশ্যে

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান অবশেষে তার নতুন প্রেমের সম্পর্কে প্রকাশ্যে মুখ খুললেন। দীর্ঘ সময় ধরে গুজব ছিল যে ধাওয়ান ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন, তবে এবার তিনি নিজেই সেটি নিশ্চিত করলেন। ১ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোফি শাইনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি এই সম্পর্কের কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালে প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পর ধাওয়ানের।

সূত্র মারফত জানা গেছে, ধাওয়ান ও সোফির প্রথম পরিচয় হয়েছিল দুবাইয়ে একটি ভারতীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন। শুরুতে তাদের মধ্যে কথাবার্তা সীমিত থাকলেও ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে, আর এসব ছবিই ধীরে ধীরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরা যদিও বহুদিন ধরে তাদের সম্পর্কের বিষয়ে জেনে গিয়েছিলেন। অবশেষে ধাওয়ানের প্রকাশ্য পোস্ট এই সম্পর্কে শীলমোহর দিল।

সোফি শাইন একজন আইরিশ নাগরিক, যিনি বর্তমানে আবু ধাবিতে বসবাস করছেন এবং নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে প্রোডাক্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তিনি মূলত মার্কেটিং পেশাদার এবং তার পেশাগত জীবন আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। তার কর্মজীবন এবং ব্যক্তিত্ব তাকে একটি স্বতন্ত্র অবস্থানে এনে দিয়েছে।

এই নতুন সম্পর্ক ধাওয়ানের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে তিনি আবারও সুখ খুঁজে পেয়েছেন বলে মনে করা হচ্ছে। সোফির সঙ্গে তার এই সম্পর্ক ভক্তদের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং অনেকেই তাদের সুখী ভবিষ্যতের কামনা করছেন।