পেহলগাম সন্ত্রাসী হামলায় কড়া অবস্থানে সৌরভ গাঙ্গুলি, পাকিস্তানের সাথে আর ক্রিকেট না খেলার আর্জি

পেহলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি। তিনি পাকিস্তানের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক শেষ করার আহ্বান জানিয়েছেন। সৌরভ গাঙ্গুলি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে আর কোনো ম্যাচ খেলা উচিত নয়। তিনি বলেছেন, “এটা ১০০ শতাংশ হওয়া উচিত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করা জরুরি। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা যায় না।”
ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১২-১৩ সালে। এরপর থেকে দুই দেশের মধ্যে শুধু ICC ইভেন্ট বা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে খেলা হয়। যদিও, গত এক দশক ধরে ভারত পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি।
এমনকি ভারত, পাকিস্তান সফরের পরিবর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলেছে। এছাড়া ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান নিজেদের দেশে কোনো ম্যাচ আয়োজন করলে, সেই ম্যাচগুলি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পেহলগামে পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের নৃশংস হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। যারপর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার অনেক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। সরকার পাকিস্তানী নাগরিকদের জন্য SAARC ভিসার সুবিধা স্থগিত করেছে এবং আটারি চেক পোস্ট (ICP) বন্ধ করেছে। এছাড়া, পাকিস্তানকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।