আউট না হয়েও মাঠ ছাড়লেন ঈশান কিশান, ভুল সিদ্ধান্তে ডুবলো SRH

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিশান কে নিয়ে দুভাগে বিভক্ত ফ্যানেরা। মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে গতকাল ম্যাচে ঈশান কিশানের এক পদক্ষেপ কিছু ফ্যানের মন জয় করলেও, অনেকে তাকে নিয়ে সমালোচনাও করছেন। আসলে ম্যাচের তৃতীয় ওভারে, ব্যাট করার সময় বল লেগ-সাইড দিয়ে যাওয়ার পরও কিশান নিজে থেকেই মাঠ ছেড়ে চলে যান- যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কিশানের এই ঘটনার সাথে অনেকেই তুলনা করেছেন ২০১৯ সালের বিশ্বকাপে বিরাট কোহলির ঘটনার। তখন পাকিস্তানের বিরুদ্ধে খেলছিল ভারত। ৭৭ রানে থাকা কোহলি মোহাম্মদ আমিরের একটি বাউন্সার পুল করার চেষ্টা করেন, কিন্তু বল ব্যাট না ছুঁয়ে উইকেটকিপার সরফরাজ আহমেদের গ্লাভসে চলে যায়।

আমির তখন জোরালোভাবে আবেদন করেন এবং কোহলি আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজে থেকেই মাঠ ছাড়েন। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি এবং আল্ট্রা এজেও কোনো স্পাইক ধরা পড়েনি।

কিন্তু ঈশান কিশানের ঘটনাটি অনেকটাই আলাদা। মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার দীপক চাহার কিংবা উইকেটরক্ষক রায়ান রিকেলটন কেউই আবেদন করেননি। বল লেগ সাইড দিয়ে গেলে আম্পায়ার বিনোদ সেশন ওয়াইড ডাকারও প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কিশানকে প্যাভিলিয়নের দিকে হাঁটতে দেখে সিদ্ধান্ত বদলে আউট দেন।

স্বাভাবিকভাবেই শুরুতে কিশানের খেলোয়াড়সুলভ আচরণ হিসেবে এই সিদ্ধান্তকে প্রশংসিত করা হলেও, রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লাগেনি এবং আল্ট্রা এজেও কোনো স্পাইক দেখা যায়নি। যারপর অনেকেই কিশানের এই সিদ্ধান্তে অখুশি হয়েছেন।

কারণ বাঁহাতি এই ব্যাটারের আউট SRH-কে আরও বিপদে ফেলে দিয়েছিল। দলটি তৃতীয় ওভারে ৯-২ স্কোর থেকে দ্রুত ৩৫-৫ হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রথম ইনিংসেই তারা ‘ইমপ্যাক্ট সাব’ ব্যবহার করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত SRH এর ইনিংস ১৪৩-৮ রানে শেষ হয়ে যায়, যেটি MI ১৫.৪ ওভারে সহজেই টপকে যায়।