SRH vs MI: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বাইয়ের, দুই দলের খেলোয়াড়দের হাতে কালো ব্যান্ড পড়া কেন?

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। ফলে প্রথমে ব্যাট করবে হায়দরাবাদ। মঙ্গলবার পাহালগাম সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছেন।
এদিকে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স, দুই দলই একটি করে পরিবর্তন এনেছে তাদের একাদশে। সানরাইজার্স হায়দরাবাদ আজ অভিজ্ঞ পেসার মহম্মদ শামির বদলে দলে এনেছে জয়দেব উনাদকাটকে। তবে শামি রয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায়, অর্থাৎ প্রয়োজনে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেন। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন লেগ-স্পিনার রাহুল চাহারও।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে অন্তর্ভুক্ত করেছে নতুন মুখ বাঁ-হাতি লেগ-স্পিনার উইগনেশ পুত্থুরকে। বাদ পড়েছেন উদীয়মান তারকা আশ্বিনী কুমার। আজও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা
হায়দরাবাদের গরম ও শুষ্ক আবহাওয়া আজকের ম্যাচকে রোমাঞ্চকর রান-ফেস্টে পরিণত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, আজ দুই ইনিংস মিলিয়ে আমরা ৪০০ রানের বেশি দেখতে পারি। কারণ সানরাইজার্সের ব্যাটিং লাইনআপে আছেন ট্র্যাভিস হেড, ইশান কিষাণ ও হেনরিখ ক্লাসেনের মতো আগ্রাসী ব্যাটাররা। অপরদিকে মুম্বাইয়ের ব্যাটিংও যথেষ্ট শক্তিশালী।