ফের অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহলি, পার্পেল ক্যাপ নিয়ে জোর লড়াই

চলতি আইপিএল ২০২৫ মরসুমে অরেঞ্জ এবং পার্পল ক্যাপ দখলের লড়াই জমে উঠেছে। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন গুজরাট টাইটান্স-এর সাই সুদর্শন, যিনি বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। সাই সুদর্শন ১৩টি ম্যাচে ৬৩৮ রান করেছেন। তার খুব কাছাকাছি রয়েছেন তারই দলের অধিনায়ক শুভমন গিল, যিনি সমান ম্যাচ খেলে করেছেন ৬৩৬ রান।

ব্যাটিং গড়ের দিক থেকে গিল আরও এগিয়ে, তার গড় ৫৭.৮১। সূর্যকুমার যাদব, মিচেল মার্শ ও যশস্বী জয়সওয়াল যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। বিরাট কোহলি তার ধারাবাহিক ফর্ম বজায় রেখে অষ্টম স্থান থেকে উঠে এখন ষষ্ঠ স্থানে রয়েছেন। তার ব্যাট থেকে ১২ ম্যাচে ৫৪৮ রান এসেছে।

অন্যদিকে, পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে গুজরাট টাইটান্স-এর পেসার প্রসিদ্ধ কৃষ্ণ এবং চেন্নাইয়ের স্পিনার নূর আহমেদের মধ্যে লড়াই হচ্ছে, দু’জনেই ১৩ ম্যাচে ২১টি করে উইকেট শিকার করেছেন। তাদের পেছনে রয়েছেন ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজেলউড। খুব দূরে নেই হর্ষল প্যাটেল, প্যাট কামিন্স এবং ক্রুনাল পান্ডিয়াও। তবে মোহাম্মদ সিরাজের পারফরম্যান্সে অবনতি দেখা গেছে।

ব্যাট হাতে তান্ডব ঈশান কিশানের

গতকাল উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিশানের ব্যাট থেকে এসেছে এক অনন্য ইনিংস। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ৯৪ রান করেছেন, যাতে ছিল সাতটি চার এবং পাঁচটি ছক্কা। তার ইনিংসের উপর ভর করেই সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে ২৩১ রানের বিশাল স্কোর গড়ে। কোহলিরা এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায়।