সুপার কাপের ম্যাচ চলাকালীন চাঞ্চল্য, মৌমাছির হামলায় মাটিতে লুটিয়ে পড়ল রেফারি

এবারের সুপার কাপের আসর বসেছে কলিঙ্গ স্টেডিয়ামে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে ১৫ দলীয় প্রতিযোগিতা। এরমধ্যে সম্প্রতি ইন্টার কাশী বনাম মুম্বাই সিটির মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ঘটে গেল এক অভাবনীয় কান্ড, যা ভারতীয় ফুটবলে বিরল।

আসলে ম্যাচের ৩৫ মিনিটে হঠাৎ করেই মাঠের এক প্রান্তে থাকা সহকারী রেফারিকে মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। এরপর তিনি তোয়ালে দিয়ে মুখ ঢেকে নেন। দর্শক থেকে খেলোয়াড় এই ঘটনার পর প্রথমে সকলেই হতবাক হয়ে পড়েন। পরে জানা যায়, স্টেডিয়ামে থাকা মৌমাছির বাসা থেকে হঠাৎ এক ঝাঁক মৌমাছি মাঠের দিকে উড়ে আসছিল। তাদের আক্রমণ থেকে বাঁচতেই রেফারি এমন প্রতিক্রিয়া দেখান।

শুধু রেফারিই নন, উপস্থিত দর্শকরাও আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। পরে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং ম্যাচ ফের নিয়মিত ছন্দে ফেরে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়। অনেকেই মজার ছলে মন্তব্য করেন, দল ও খেলোয়াড়দের রেফারিদের প্রতি জমে থাকা ক্ষোভের ‘প্রতিশোধ’ নিয়েছে মৌমাছির দল!

ইন্টার কাশী বনাম মুম্বাই সিটির ম্যাচের প্রসঙ্গে বললে, প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মুম্বাই সিটির হয়ে ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন লালরিনজুয়ালা ছাংতে। ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মুম্বাই সিটি এফসি।