Chennai Super Kings: পরের বছর ধোনির নেতৃত্বে চেন্নাই দলে আসছে বড় পরিবর্তন, গোপন তথ্য ফাঁস করলেন রায়না

আইপিএল ২০২৫ মরসুমে চেন্নাই সুপার কিংস (CSK)-এর হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তিনি জানিয়েছেন, দলের ব্যর্থতার জন্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নন, বরং দায়ী সিএসকের ম্যানেজমেন্টই। রায়না মনে করেন, এবারের নিলামে দল নির্বাচন যথাযথভাবে হয়নি এবং ধোনির নির্দেশও ছিল সীমিত, যার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সের উপর।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে এবং এরমধ্যে থেকে তারা মাত্র ২টিতে জয় পেয়েছে। দলটি এখন কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। যারপর রায়না স্টার স্পোর্টসের এক আলোচনায় বলেছেন, “কাশী স্যার প্রায় ৩০-৪০ বছর ধরে ম্যানেজমেন্ট সামলাচ্ছেন, আর রূপা ম্যাডাম খেলোয়াড় কেনাবেচা এবং কোর গ্রুপ ধরে রাখার দায়িত্বে রয়েছেন। তবে এবার দল নির্বাচনে ভুল হয়েছে।”
তিনি আরও জানান, সাধারণত মনে করা হয় ধোনি নিলামে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, কিন্তু বাস্তবে নিলামের সময় ধোনি খুব একটা জড়িত থাকেন না। “আমি কখনো কোনো নিলামে অংশ নিইনি। ধোনি হয়তো কয়েকজন খেলোয়াড়ের নাম দেন, যাদের তিনি দলে চান, কিন্তু বাকি পুরো পরিকল্পনা ম্যানেজমেন্টের হাতে থাকে,” বলেন রায়না।
ধোনিকে সাপোর্ট করে রায়না মন্তব্য করেন যে, “৪৩ বছর বয়সে ধোনি এখনও উইকেটকিপিং করছেন, অধিনায়কত্ব করছেন এবং পুরো দলকে এগিয়ে নিচ্ছেন। তিনি নিজের নাম, ব্র্যান্ড এবং ফ্যানদের জন্য খেলছেন, কিন্তু দলের অন্যান্য তারকা খেলোয়াড়েরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। যাঁদের জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে, তাঁরাও অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন না।”
আলোচনার শেষদিকে রায়না আরও বলেন, চেন্নাই শিবিরে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং এর নেতৃত্বে থাকবেন স্বয়ং এমএস ধোনি। তাঁর মতে, ধোনি ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন এবং দলকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছেন।