আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক, প্রথম ম্যাচে নজর কাড়লো বৈভব সূর্যবংশী

আইপিএলের মাধ্যমে তরুণ প্রতিভাদের উঠে আসার ঘটনা নতুন কিছু নয়। ২০২৫ সালের আইপিএলও এর ব্যতিক্রম নয়। চলতি আসরে সবার নজরে বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে অভিষেক করে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড গড়েছেন।

সঞ্জুর বদলে দলে সুযোগ পেল বৈভব সূর্যবংশী

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজ চোট পাওয়া অধিনায়ক সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার। এটিই তার প্রথম আইপিএল ম্যাচ। যদিও ইতিমধ্যেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিয়েছেন সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে নজর কাড়েন বিহারের ছেলেটি। সেই ইনিংস তাকে বিশ্বের সবচেয়ে কম বয়সী যুব ক্রিকেটার হিসেবে শতরানের মালিক করে তোলে।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপে ১৭৬ রান করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, বিহারে অনুষ্ঠিত রন্ধির বর্মা টুর্নামেন্টে একাই অপরাজিত ৩৩২ রানের ইনিংস খেলে ক্রিকেট মহলে সাড়া ফেলেন সূর্যবংশী। এরপর রাজস্থান রয়্যালসের হাই-পারফরম্যান্স সেন্টারে নজরকাড়া পারফরম্যান্সের ফলেই ২০২৫ সালের নিলামে তাকে ১.১ কোটি টাকায় দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

বৈভব সূর্যবংশীর আগে আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড ছিল প্রয়াস রায় বর্মনের। ২০১৯ সালে, মাত্র ১৬ বছর ১৫৭ দিন বয়সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। যদিও অভিষেক ম্যাচে বল হাতে সফল হতে পারেননি।

এরপর একে একে এসেছে আরও কয়েকজন তরুণ তারকা – আফগান স্পিনার মুজিব উর রহমান (১৭ বছর ১১ দিন), রিয়ান পরাগ (১৭ বছর ১৫২ দিন), প্রদীপ সাঙ্গওয়ান (১৭ বছর ১৭৯ দিন), এবং সরফরাজ খান (১৭ বছর ১৮২ দিন)।

এই প্রসঙ্গে বৈভব সূর্যবংশীর অভিষেক শুধু একটি রেকর্ড ভাঙা নয়, বরং একটি আশার আলোও বটে। তিনি প্রমাণ করেছেন, প্রতিভা এবং পরিশ্রম থাকলে বয়স কোনো বাধা নয়। তার মতো একজন ১৪ বছর বয়সী খেলোয়াড়ের আইপিএলের মতো প্রতিযোগিতামূলক আসরে সুযোগ পাওয়া ভারতের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামোর ওপর আস্থাই দৃঢ় করে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজ ২০ বলে ৩৪ রান করেছেন সূর্যবংশী। জয়সওয়ালের সাথে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই ঝড়ো ইনিংস খেলেন প্রতিভাবান বাঁ হাতি ব্যাটসম্যানটি।