IPL Most Fifties: আইপিএলে সবচেয়ে বেশি অর্ধশতরান এই ৫ ব্যাটসম্যানের, কোহলি সবার উপরে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025)-এর শেষলগ্নে এসে এক নতুন রেকর্ডের সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) প্রাণভোমরা এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি গতকাল আইপিএলে নিজের ৬৩তম হাফসেঞ্চুরি পূর্ণ করে সর্বাধিক হাফসেঞ্চুরির মালিক হয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে কোহলি ৩০ বলে ১০টি চারের সাহায্যে ৫৪ রান করেন, যারপর তার মাথায় উঠেছে নয়া মুকুট।
সর্বাধিক হাফসেঞ্চুরির মালিক হতে কোহলি পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারকে, যিনি আইপিএলে ১৮৪টি ম্যাচে ৬২টি হাফসেঞ্চুরি করেছিলেন। ওয়ার্নার বর্তমানে আর আইপিএল খেলছেন না, কারণ তিনি ২০২৪ সালের মেগা নিলামে অবিক্রিত ছিলেন।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান, যিনি ২২২টি ম্যাচে ৫১টি হাফসেঞ্চুরি করেছেন। তিনি ইতিমধ্যেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ‘হিটম্যান’ রোহিত শর্মা তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ২৭০টি ম্যাচে ৪৮টি হাফসেঞ্চুরি করেছেন। চলতি মরসুমেও তিনি তিনটি হাফসেঞ্চুরি করে ধারাবাহিকতা ধরে রেখেছেন।
রোহিত শর্মার পর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছেন কেএল রাহুল ও এবি ডি ভিলিয়ার্স। রাহুল ১৪৫টি ম্যাচ খেলে করেছেন ৪০টি হাফসেঞ্চুরি ও একটি শতরান। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ১৮৪টি ম্যাচে ৪০টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। যদিও তিনিও ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন।