দিল্লির বিরুদ্ধে আরসিবির দুর্দান্ত জয়, ‘এটা আমার মাঠ’ কেএল রাহুলকে বার্তা বিরাট কোহলির

গতকাল দিল্লি ক্যাপিটালসের (DC) ঘরে মাঠে ৬ উইকেটে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এর সাথে সাথেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বিরাট কোহলিরা। এই জয়ের মাধ্যমে আরসিবি দিল্লির কাছে পরাজয়ের বদলাও নিয়েছে। ম্যাচ শেষে বিরাট কোহলি (Virat Kohli) কেএল রাহুলকে তারই ভাষায় কটাক্ষ করে জানিয়েছে, “এটা আমার মাঠ।”

উল্লেখ্য, দুই দলের মধ্যে প্রথম সাক্ষাৎকারে বেঙ্গালুরুতে আরসিবিকে পরাজিত করার পর কেএল রাহুল (KL Rahul) ‘কান্তারা’ স্টাইলে সেলিব্রেট করে বলেছিলেন, “এটা আমার মাঠ।” সেই স্মৃতি টেনে রবিবার রাতে দিল্লির ঘরের মাঠে আরসিবির জয়ের পর কোহলি মজার ছলে রাহুলকে একই ইশারা করেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কোহলি রাহুল ও করুণ নায়ারের পাশে গিয়ে ইশারার মাধ্যমে তাকে সেলিব্রেশন স্মরণ করিয়ে দেন এবং পরে হাসতে হাসতে রাহুলকে জড়িয়ে ধরেন। কোহলির সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কলও।

গতকাল ম্যাচ চলাকালীন কোহলি ও রাহুলের মধ্যে হালকা কথা-কাটাকাটির ঘটনাও দেখা যায়। এক পর্যায়ে কোহলি ব্যাটিং স্টান্স ছেড়ে উইকেটরক্ষক রাহুলের সামনে গিয়ে দাঁড়ান। স্টাম্প মাইকে তাদের কথোপকথন ধরা পড়লেও ঠিক কী নিয়ে বিতর্ক হয়েছিল তা স্পষ্ট নয়।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ৪৬তম ম্যাচে দিল্লির ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আরসিবি ২৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। তবে এরপর বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়া চতুর্থ উইকেটে ১১৯ রানের মূল্যবান জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কোহলি ৪৭ বলে ৫১ রান করেন, আর ক্রুণাল ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন।