বাবর আজমকে টপকে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫০+ স্কোরের মালিক বিরাট কোহলি

গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবারের আইপিএলে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি করে বিরাট কোহলি নতুন রেকর্ড গড়লেন। বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে। এই ইনিংসে কোহলি ৭০ রান করেন, একই রান করেন দেবদত্ত পডিক্কলও। কোহলি তার ৪২ বলের ইনিংসে আটটি চার এবং দুটি ছক্কা মেরে দলের স্কোর বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

এছাড়া, বেঙ্গালুরুর হয়ে ফিল সল্ট ২৬, টিম ডেভিড ২৩, এবং জিতেশ শর্মা ১৯ রান করেন, যার ফলে ২০৫ রানের শক্তিশালী স্কোর দাঁড়ায়। জবাবে ব্যাট করতে নেমে ১১ রান আগেই থেমে যায় রাজস্থানের ইনিংস। ঘরের মাঠে দল জেতায় খুশি বিরাট কোহলি। এর পাশাপাশি এদিনে তার ইনিংস একাধিক নতুন রেকর্ডের জন্ম দিয়েছে।

গতকালের ৭০ রানের ইনিংসের পর কোহলি টি২০ ক্রিকেটে প্রথম ব্যাটিং করে সবচেয়ে বেশি ৫০ এর বেশি রান করা ব্যাটারের তালিকায় শীর্ষে রয়েছেন, তিনি ৬২ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। এক্ষেত্রে তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে টপকে গেছেন, যিনি ৬১ বার ৫০ বা তার বেশি রান করেছেন।

কোহলির এই রেকর্ড আইপিএল ইতিহাসে তার দীর্ঘমেয়াদী পারফরম্যান্সেরই প্রতিফলন। এর মাধ্যমে তিনি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। কোহলি ২০২৫ সালে আরও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এবং তার ধারাবাহিকতা দেখাচ্ছে যে তিনি এখনও তার সেরা ফর্মে রয়েছেন।

রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে গতকাল ম্যাচে সন্দীপ শর্মা দুইটি উইকেট নিয়েছেন। এছাড়া, জোফরা আর্চার এবং হাসারাঙ্গা একটি করে উইকেট পেয়েছেন। তবে, তাদের বোলিং আক্রমণ বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের সেভাবে বেগ দিতে পারেনি।