বিরাট কোহলির নতুন ইতিহাস, দুর্দান্ত ইনিংসে ভাঙলেন টি-টোয়েন্টি ও আইপিএলের একাধিক রেকর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ঘরের মাঠে অবশেষে রানে ফিরলেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গতকাল দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি ৪২ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। এই ইনিংসে কোহলি ৮টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। আইপিএল কেরিয়ারের ৬০তম হাফ সেঞ্চুরি তুলে নিতে তিনি ৩২ বল সময় নিয়েছেন।
এই ম্যাচে কোহলি একটি ঐতিহাসিক রেকর্ডও গড়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রানের বেশি ইনিংস খেলা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। বর্তমানে তার ১১১টি পঞ্চাশ রানের বেশি ইনিংস রয়েছে, যেখানে গেইলের সংখ্যা ১১০। এক্ষেত্রে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৭ বার)। বাবর আজম (১০১) ও জস বাটলার (৯৫) এই লিস্টে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।
আইপিএলে এটি কোহলির ৬০তম হাফ সেঞ্চুরি, যা তাকে এই লিগে সর্বাধিক অর্ধশতকধারীদের মধ্যে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। প্রথম স্থানে আছেন ডেভিড ওয়ার্নার, যিনি ৬২টি হাফ সেঞ্চুরি করেছেন। উল্লেখ্য, ওয়ার্নার এই বছর আইপিএল নিলামে বিক্রি না হওয়ায় আর খেলছেন না।
গতকাল ম্যাচে কোহলি প্রথম উইকেটে ফিল সল্টের (২৬) সঙ্গে ৬১ রানের জুটি গড়েন এবং পরে দেবদত্ত পাডিক্কলের (৫০) সঙ্গে ৯৫ রানের শক্তিশালী পার্টনারশিপ করেন। এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় জোফ্রা আর্চারের বলে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন। এই প্রথমবার আর্চার কোহলিকে আউট করতে সক্ষম হয়েছেন।
জানিয়ে রাখি কোহলি এখন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা একমাত্র খেলোয়াড়, যিনি ব্যক্তিগত ভাবে কোনো মাঠে ৩৫০০ টি-টোয়েন্টি রান পূর্ণ করেছেন। এটি একটি বিরল মাইলফলক, বিরাটের পরে রয়েছেন মুশফিকুর রহিম, জেমস ভিন্স, অ্যালেক্স হেলস, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ।