বর্তমান ডিজিটাল যুগে মোবাইল অ্যাপ ছাড়া কল্পনাই করা যায় না। বিদ্যুৎ বিল থেকে শুরু করে ডিটিএইচ কিংবা মোবাইল রিচার্জ, সবই এখন বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয়। এর মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন আরও সহজ করে দিয়েছে BHIM (ভারত ইন্টারফেস ফর মানি) অ্যাপ। ইউপিআই ভিত্তিক পেমেন্টের পাশাপাশি এখান থেকে রিচার্জ সহ বিভিন্ন বিল পেমেন্ট করা যায়। আর এখন আপনি এখান থেকে রিচার্জ বা বিল পেমেন্ট করে ক্যাশব্যাক পেতে পারেন।
যদি আপনি ১১ জুন থেকে ৫ জুলাই ২০২৫-এর মধ্যে BHIM অ্যাপ ব্যবহার করে যেকোনো মোবাইল নম্বরে ১৯৯ বা তার বেশি মূল্যের প্রিপেড প্ল্যান রিচার্জ করেন, তাহলে পেয়ে যাবেন ৩০ টাকা ক্যাশব্যাক। অফারটি Jio, Airtel, Vi, BSNL, MTNL সংস্থার রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য।
তবে মনে রাখবেন BHIM অ্যাপের এই ক্যাশব্যাক অফার শুধুমাত্র একবার পাওয়া যাবে। অর্থাৎ, একটি নির্দিষ্ট নম্বরে একবার ক্যাশব্যাক পেলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না।
BHIM অ্যাপটি ডেভেলপ করেছে ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI), এবং এটি সরকারি অ্যাপ। এখানে আপনি মোবাইল রিচার্জ, ব্যাঙ্ক ট্রান্সফার, ইউপিআই পেমেন্ট, QR কোড স্ক্যান করে পেমেন্ট, সবই করতে পারবেন সহজে ও নিরাপদে।
ক্যাশব্যাক পাওয়ার জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে BHIM অ্যাপটি ডাউনলোড করুন।
এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে UPI পিন সেট করুন।
‘Mobile Prepaid’ বিভাগে গিয়ে আপনার নম্বর ও অপারেটর বেছে নিয়ে ১৯৯ বা তার বেশি মূল্যের প্রিপেড প্ল্যান রিচার্জ করুন।
রিচার্জ সফল হওয়ার কিছু সময়ের মধ্যেই ৩০ টাকা সরাসরি আপনার BHIM অ্যাকাউন্টে চলে আসবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.