চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আর কিছুদিন পর শুরু হবে আইপিএল ২০২৫। সমস্ত ম্যাচ বিনামূল্যে যাতে দেখতে পারেন তার জন্য ক্রিকেট-প্রেমীদের উদ্দেশ্যে বিশেষ রিচার্জ প্ল্যান আনল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া, যে প্ল্যানের সঙ্গে বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অতিরিক্ত এক টাকাও খরচ করতে হবে না।
জিও JioHotstar সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান
জিও নতুন ১৯৫ টাকার একটি ডেটা প্যাক লঞ্চ করেছে, যেখানে ৯০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং ১৫ জিবি ডেটা পাওয়া যাবে। ৯৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে যেখানে ৮৪ দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যাবে।
এয়ারটেল + JioHotstar সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান
৩৯৮ টাকার প্ল্যানে এক মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন মিলবে। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি, ফোন কল এবং ২৮ দিনের জন্য প্রতিদিন ১০০টি SMS এর সুবিধা রয়েছে। ১,০২৯ টাকার প্ল্যানে তিন মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন, প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি, আনলিমিটেড কল এবং ৮৪ দিনের জন্য প্রতিদিন ১০০টি SMS এর সুবিধা পাবেন। রয়েছে। তৃতীয় প্ল্যান, ৩,৯৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড ৫জি, আনলিমিটেড কল, ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ১০০টি SMS এবং এক বছরের JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়া JioHotstar সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান
এই কোম্পানির ১৫১ টাকার প্ল্যানে ৩০ দিনের জন্য ৪ জিবি ডেটা এবং তিন মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আরও একটি ১৬৯ টাকার প্ল্যানে ৮ জিবি ডেটা এবং তিন মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন রয়েছে। আপনি যদি ৪৬৯ টাকার প্ল্যান বেছে নেন তাহলে ২৮ দিনের জন্য আনলিমিটেড কল, ২.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাবেন। আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ৮৪ দিনের জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এটির দাম ৯৯৪ টাকা।