Redmi 15 5G লঞ্চের আগেই উপস্থিত হল অফিসিয়াল ওয়েবসাইট, দাম সহ ফিচার প্রকাশ্যে

Redmi 15 5G খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। যদিও কোম্পানির তরফে ডিভাইসটির আগমন নিয়ে কিছু জানানো হয়নি। তবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের Redmi-র অফিশিয়াল ওয়েবসাইটে ফোনটিকে তালিকাভুক্তি করা হয়েছে। এই দুই ওয়েবসাইট থেকে Redmi 15 5G এর কালার ভ্যারিয়েন্ট, দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে। স্মার্টফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। আর এর দাম রাখা হবে ১৫,০০০ টাকার কম।
Redmi 15 5G এর কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
Redmi 15 5G তিনটি কালার অপশনে আসবে বলে জানা গেছে – রিপল গ্রিন, মিডনাইট ব্ল্যাক ও টাইটান গ্রে। এরমধ্যে প্রথম অপশনে থাকবে এক ধরনের টেক্সচারড ব্যাক প্যানেল। মালয়েশিয়া ও সিঙ্গাপুর দুই জায়গাতেই ডিভাইসটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
Redmi 15 5G এর দাম
মালয়েশিয়ায় রেডমি ১৫ ৫জি এর দাম রাখা হয়েছে ৭২৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ১৫,০০০ টাকা)। আর সিঙ্গাপুরে একই কনফিগারেশন বিক্রি হবে ২৪৯ সিঙ্গাপুরিয়ান ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,০০০ টাকা। অফারের কথা বললে, মালয়েশিয়ায় Mi Store থেকে ফোনটি কিনলে Mi Points-এর মাধ্যমে ছাড় পাওয়া যাবে, সঙ্গে ১০ শতাংশ ডিসকাউন্ট কুপনের সুবিধাও দেওয়া হবে।
Redmi 15 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Redmi 15 5G এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট হতে পারে ২৮৮ হার্টজ পর্যন্ত। এই ডিসপ্লে ওয়েট টাচ টেকনোলজি ২.০ সাপোর্ট সহ আসবে, হাত ভিজে থাকলেও টাচে সমস্যা হবে না।
পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। এতে ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে। Redmi 15 5G ডিভাইসে বেশ কিছু AI ফিচার যেমন সার্কেল টু সার্চ, এআই ইরেজার, এআই স্কাই উপস্থিত।
ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে অতিরিক্ত সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে IP64 রেটিং, ডলবি অ্যাটমস সাউন্ড ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।