৩৫০ টাকার কমে Jio ও Airtel এর সেরা প্রিপেড প্ল্যান, রোজ ২ জিবি ডেটা

যারা কম বাজেটে ভালো প্রিপেড প্ল্যান খুঁজছেন, তাদের জন্য Jio এবং Airtel দুজনেই বেশ কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে। দামের দিক থেকে ৩৫০ টাকার কমের এই প্ল্যানগুলি বিভিন্ন ধরনের সুবিধা দেয়। গ্রাহকরা এগুলিতে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ডেটা, ফ্রি এসএমএস এবং কিছু অতিরিক্ত বোনাস পান। আসুন Jio ও Airtel এর এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Airtel এর প্রিপেড রিচার্জ প্ল্যান
এয়ারটেলের ৩৪৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা মেলে। তবে যেসব অঞ্চলে ৫জি নেটওয়ার্ক উপলব্ধ, সেখানে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করা যায়। সাথে আনলিমিটেড কলের সুবিধা আছে। প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসও দেওয়া হয়। এখানে ২০টির বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনও পাওয়া যায়।
এয়ারটেলের আরেকটি জনপ্রিয় অপশন হল ৩১৯ টাকার প্ল্যান। এখানে রোজ ১.৫ জিবি ডেটা দেওয়া হয়। ভ্যালিডিটি প্রায় এক মাস। এখানে ওটিটি সুবিধা কম, কিন্তু আনলিমিটেড কলিং ও প্রত্যহ ১০০ এসএমএস থাকছে।
দুটো এয়ারটেল প্ল্যানেই কিছু অতিরিক্ত সুবিধা আছে। যেমন, অ্যাপল মিউজিকের ফ্রি অ্যাক্সেস। আর ৩৪৯ টাকার প্ল্যানে মিলছে Perplexity Pro AI-এর সাবস্ক্রিপশন।
Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যান
জিওর ৩৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রত্যহ ২ জিবি ডেটা পাওয়া যায়। যোগ্য গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটাও পাবেন। সাথে কলিং, এসএমএস সুবিধাও আছে। সঙ্গে থাকছে জিও টিভি এবং জিও হটস্টারের সাবস্ক্রিপশন। যারা লাইভ টিভি বা ক্রিকেট অথবা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটা উপযোগী।
জিওর ৩১৯ টাকার প্ল্যানেও এক মাসের ভ্যালিডিটি মেলে। এরসাথে দেওয়া হয় প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০ ফ্রি এসএমএস। এখানে জিও টিভির ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে।

