মাসে মাসে রিচার্জ করতে করতে বিরক্ত? চাইছেন যদি এমন কোনো প্ল্যান থাকত যেটা একবার রিচার্জ করলেই সারা বছর চালানো যায়? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Airtel, Vi, Jio আর BSNL-এর কয়েকটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো। এই রিচার্জ প্ল্যানগুলি বছরজুড়ে আপনাকে টেনশন ফ্রি রাখবে। আর এরজন্য খরচ পড়বে দৈনিক প্রায় ৫ টাকা। আসুন ভারতীয় টেলিকম সংস্থাগুলির সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এয়ারটেলের এই প্ল্যানে কোনো ইন্টারনেট সুবিধা নেই। এখানে শুধু কল আর এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এর ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে প্রতিদিন প্রায় ৫ টাকা খরচে আনলিমিটেড কলিং, ৩,৬০০ এসএমএস, স্প্যাম কল/এসএমএস অ্যালার্ট, আর ফ্রি হ্যালোটিউন উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
প্রতিদিন প্রায় ৬ টাকা খরচের এই এয়ারটেল প্ল্যানেও ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং, মোট ৩০ জিবি ডেটা এবং ৩,৬০০ এসএমএস। এছাড়া স্প্যাম অ্যালার্ট এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা রয়েছে।
এয়ারটেলের মতোই এই প্ল্যানেও কোনো ইন্টারনেটের সুবিধা নেই। এখানে এক বছরের জন্য আনলিমিটেড কলিং আর ৩,৬০০ এসএমএস পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের প্রতিদিন গড় খরচ প্রায় ৫ টাকা। এখানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে মিলছে মোট ২৪ জিবি ইন্টারনেট ডেটা আর ৩,৬০০ এসএমএস। ফ্রি হ্যালোটিউন আর স্প্যাম অ্যালার্ট এখানেও এক্সট্রা বোনাস হিসেবে পাওয়া যাবে।
বিএসএনএল ১৯৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি সহ মোট ৬০০ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছে। এর সাথে প্রতিদিন ১০০টি এসএমএস, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে।
জিওর এই প্ল্যানের খরচ দৈনিক প্রায় ৫ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। এখানে আনলিমিটেড কলিংয়ের সাথে ৩৬০০ এসএমএস পাওয়া যাবে। যদিও এই রিচার্জ প্ল্যানের সাথে কোনো ইন্টারনেটের সুবিধা নেই।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.