টেলিকম

ডেটা শেষ হবে না, Jio Airtel ও Vodafone Idea এর প্রতিদিন 3 জিবি ইন্টারনেট প্ল্যান দেখে নিন

Published on:

Jio Airtel Vodafone Idea best 3gb daily data plan with 28 days validity

ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল। সেইকারণে টেলিকম সংস্থাগুলি তাদের প্রায় সব প্ল্যানের সাথে ডেটা বেনিফিট দেয়। Jio, Airtel, Vi এর মতো টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে রোজ 3 জিবি ডেটা অফারকারী রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। তবে এই প্ল্যানগুলির দাম কিছুটা বেশি। আসুন 600 টাকার কমে এই তিন সংস্থার সেরা প্ল্যানগুলি দেখে নেওয়া যাক।

Jio, Airtel ও Vi এর প্রতিদিন 3 জিবি ডেটা প্ল্যান

এয়ারটেল 449 টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এখানে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং প্রত্যহ 3 জিবি ডেটা পাওয়া যায়। সাথে আনলিমিটেড 5G ডেটা এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (22+ OTT) এর মতো সুবিধাও অন্তর্ভুক্ত আছে।

WhatsApp Community Join Now

এয়ারটেল 549 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে উপলব্ধ কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা 449 টাকার প্ল্যানের মতোই। একমাত্র পার্থক্য হ’ল এখানে 3 মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।

জিও 449 টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এখানে আনলিমিটেড কলিং, রোজ 100 টি এসএমএস এবং প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন।

ভোডাফোন আইডিয়া 449 টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এখানে আনলিমিটেড কলিং, প্রত্যহ 100 টি এসএমএস এবং রোজ 3 জিবি ডেটা অফার করা হয়। এই প্ল্যানে হাফ-ডে আনলিমিটেড ডেটা, ডেটা ডিলাইট, উইকএন্ড ডেলা রোলওভারের মতো সুবিধা রয়েছে।

ভোডাফোন আইডিয়া 539 টাকার প্ল্যান

যদি 3 জিবি ডেটা খুব কম বলে মনে হয় তবে আপনি Vi-এর 539 টাকার প্ল্যান ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং রোজ 4 জিবি ডেটা পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন