ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল। সেইকারণে টেলিকম সংস্থাগুলি তাদের প্রায় সব প্ল্যানের সাথে ডেটা বেনিফিট দেয়। Jio, Airtel, Vi এর মতো টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে রোজ 3 জিবি ডেটা অফারকারী রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। তবে এই প্ল্যানগুলির দাম কিছুটা বেশি। আসুন 600 টাকার কমে এই তিন সংস্থার সেরা প্ল্যানগুলি দেখে নেওয়া যাক।
Jio, Airtel ও Vi এর প্রতিদিন 3 জিবি ডেটা প্ল্যান
এয়ারটেল 449 টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এখানে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং প্রত্যহ 3 জিবি ডেটা পাওয়া যায়। সাথে আনলিমিটেড 5G ডেটা এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (22+ OTT) এর মতো সুবিধাও অন্তর্ভুক্ত আছে।
এয়ারটেল 549 টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে উপলব্ধ কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা 449 টাকার প্ল্যানের মতোই। একমাত্র পার্থক্য হ’ল এখানে 3 মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
জিও 449 টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এখানে আনলিমিটেড কলিং, রোজ 100 টি এসএমএস এবং প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন।
ভোডাফোন আইডিয়া 449 টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এখানে আনলিমিটেড কলিং, প্রত্যহ 100 টি এসএমএস এবং রোজ 3 জিবি ডেটা অফার করা হয়। এই প্ল্যানে হাফ-ডে আনলিমিটেড ডেটা, ডেটা ডিলাইট, উইকএন্ড ডেলা রোলওভারের মতো সুবিধা রয়েছে।
ভোডাফোন আইডিয়া 539 টাকার প্ল্যান
যদি 3 জিবি ডেটা খুব কম বলে মনে হয় তবে আপনি Vi-এর 539 টাকার প্ল্যান ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং রোজ 4 জিবি ডেটা পাওয়া যায়।