ঘরে বসে দ্রুত ইন্টারনেট পরিষেবা আর ওটিটি সাবস্ক্রিপশন সহ ভালো একটি ব্র্যডব্যান্ড কানেকশন খোঁজ করছেন? তাহলে জিও হোম ব্রডব্যান্ড (JioHome Brodband) পরিষেবা বেছে নিতে পারেন। সংস্থার পোর্টফোলিওতে এমন তিনটি প্ল্যান রয়েছে, যা দামে সাশ্রয়ী, কিন্তু এগুলিতে সুবিধা রয়েছে অনেক। জিও হোমের সবচেয়ে সস্তা প্ল্যানটি শুরু হচ্ছে ৫৯৯ টাকা থেকে, আর সবচেয়ে দামি প্ল্যানের মূল্য ১১৯৯ টাকা। আর এই প্ল্যান তিনটি ১০০০ জিবি হাই-স্পিড ডেটা, একগুচ্ছ ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং ৮০০-র বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে দেয়।
৫৯৯ টাকার প্ল্যানে জিও দিচ্ছে ৩০ এমবিপিএস পর্যন্ত স্পিড, সাথে ১০০০ জিবি ইন্টারনেট। এর সাথে পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা। আর হটস্টার, সোনি লিভ, জি৫ সহ মোট ১১টি অ্যাপের সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে মিলবে। পাশাপাশি, ৮০০-এর বেশি টিভি চ্যানেলও থাকছে এই প্ল্যানের সাথে।
যারা একটু বেশি স্পিড চান, তাদের জন্য জিও এনেছে ৮৯৯ টাকার প্ল্যান। এখানে ১০০০ জিবি ডেটা ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিডে ব্যবহার করা যাবে। এছাড়া বাকি সুবিধাগুলি ৫৯৯ টাকার প্ল্যানের মতোই।
এই প্ল্যানেরও স্পিড ১০০ এমবিপিএস এবং প্রাপ্ত ডেটার পরিমাণ ১০০০ জিবি। তবে এখানে ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যায় সারপ্রাইজ আছে। হটস্টার, সোনি লিভ, জি৫ ছাড়াও এখানে থাকছে নেটফ্লিক্স (বেসিক), অ্যামাজন প্রাইম লাইট, ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন। সঙ্গে ফ্রি কলিংয়ের সুবিধা আর আগের মতোই ৮০০-এর বেশি টিভি চ্যানেলে দেখা যাবে বিনামূল্যে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.