ভারতের মোবাইল গেমারদের জন্য সুখবর আনলো Reliance Jio। দেশের বৃহত্তম টেলিকম অপারেটরটি সম্প্রতি জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম BGMI (ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া)-এর নির্মাতা KRAFTON India-এর সঙ্গে হাত মিলিয়ে দুটি রিচার্জ প্ল্যান এনেছে। এই দুই প্ল্যান দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটিকে উৎসাহিত করবে। Jio-র এই নতুন দুটি রিচার্জ প্ল্যানের মূল্য ৪৯৫ টাকা এবং ৫৪৫ টাকা। আসুন এদের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
জিওর ৪৯৫ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ অতিরিক্ত ৫ জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে দেওয়া হবে আনলিমিটেড কলিং, JioGames ক্লাউডের ফ্রি অ্যাক্সেস, আর BGMI-র এক্সক্লুসিভ স্কিনস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
আবার ৫৪৫ টাকার প্ল্যানে রোজ ২ জিবি ডেটা অফার করা হবে। এর সাথে অন্যান্য সুবিধা তো আছেই। দুই প্ল্যানই MyJio অ্যাপ বা Jio-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে রিচার্জ করা যাবে।
জিওর এই দুই প্ল্যান রিচার্জ করলে মিলবে কিছু এক্সক্লুসিভ ইন-গেম রিওয়ার্ড, যেমন Bard’s Journey Set, Desert Taskforce Mask বা Tap Boom Molotov Cocktail। রিচার্জ করার পর MyJio অ্যাপে ‘কুপন অ্যান্ড উইনিং’ সেকশনে গিয়ে কোড পাওয়া যাবে। সেই কোড BGMI-র রিওয়ার্ড পেজে এন্টার করলে রিওয়ার্ড আনলক করা যাবে।
গেম ডাউনলোড করার ঝামেলা ছাড়াও গেম খেলার সুযোগ থাকছে এবার। JioGames ক্লাউড অ্যাক্সেসের মাধ্যমে ৫০০-এর বেশি প্রিমিয়াম গেম একেবারে ক্লাউড থেকে স্ট্রিম করে খেলা যাবে। মোবাইল, স্মার্ট টিভি, ওয়েব কিংবা Jio সেট-টপ বক্সের মাধ্যমে এই গেম খেলা যাবে। এরজন্য JioGames অ্যাপ ডাউনলোড করে নিজের Jio নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
Photo Credit: indiatoday
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.