IPL এর জের, লঞ্চের অল্প দিনের মধ্যেই ২০০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার পেল JioHotstar

জিওহটস্টার লঞ্চের পরপরই নতুন নতুন মাইলফলক অতিক্রম করছে। প্ল্যাটফর্মটি পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা এখন ২০০ মিলিয়নেরও বেশি। গতকাল এই কৃতিত্ব অর্জন করেছে JioHotstar। এই সাফল্যের কারণ অবশ্যই জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএলের লাইভ সম্প্রচার। এবছর মোবাইল ও স্মার্ট টিভি ব্যবহারকারীদের আইপিএল দেখার জন্য এই প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো গতি নেই।

জানিয়ে রাখি, জিওস্টারের তরফে কয়েকমাস আগে লঞ্চ হয়েছে জিওহটস্টার, যা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াল্ট ডিজনির একটি যৌথ উদ্যোগ। জিওস্টারের ভাইস চেয়ারম্যান উদয় শঙ্কর বলেছেন, “এই সাফল্য আমাদের বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মে পরিণত করেছে।” ভারতের বাজারে এত দ্রুত ২০০ মিলিয়ন পেইড গ্রাহক অর্জন করাটা ছিল “খুবই সন্তোষজনক”, বলেও তিনি মন্তব্য করেছেন।

নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর পরেই জিওহটস্টার

বর্তমানে, সাবস্ক্রাইবারের নিরিখে জিওহটস্টারের আগে আছে কেবল নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও। এই তিনটি প্ল্যাটফর্ম এখন ভারতের ক্রমবর্ধমান ওটিটি বাজারে শীর্ষস্থান দখলের জন্য প্রতিযোগিতা করছে। তবে জিওহটস্টার সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন মডেল ও স্পোর্টস কনটেন্টের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের শীঘ্রই পিছনে ফেলবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

যদিও প্রতিদ্বন্দ্বীরাও খুব একটা পিছিয়ে নেই। নেটফ্লিক্স ভারতের লোকাল কনটেন্টে বিপুল অর্থ বিনিয়োগ করছে। অন্যদিকে প্রাইম ভিডিও, অ্যাপল টিভি+ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে কনটেন্ট অফার করছে।