আজ রিচার্জ করলে ২০২৬ অবধি কল ও ডেটা! কোটি কোটি গ্রাহকের জন্য Jio-র দুর্দান্ত প্ল্যান

এই মুহূর্তে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও। গ্রাহকদের স্বল্প খরচে উন্নত পরিষেবা দেওয়ার জন্য সংস্থাটি জনপ্রিয়। কোম্পানির ৪৬ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারীর চাহিদা মাথায় রেখে জিও নিয়মিতভাবে নতুন নতুন রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে আসে। সংস্থার পোর্টফোলিওতে এমন একটি বার্ষিক প্ল্যান আছে, যা এপ্রিল মাসে রিচার্জ করলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এপ্রিলে গিয়ে আবার রিচার্জ করার প্রয়োজন পড়বে।
জিওর বার্ষিক রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর ৩৫৯৯ টাকার একটি প্ল্যান অফার করে। এখানে গ্রাহকরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এখানে রোজ ২.৫ জিবি করে মোট ৯১২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে দাঁড়াবে ৬৪ কেবিপিএসে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়।
তবে মনে রাখবেন যে, আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে হলে আপনার কাছে 5G ফোন থাকা আবশ্যক। এর সাথে আপনার এলাকায় জিও 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকা দরকার। আবার জিওর ৩৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। সঙ্গে প্রতিদিন ১০০টি ফ্রি SMS-ও মেলে এখানে।
এছাড়াও, জিও তাদের গ্রাহকদের কিছু অতিরিক্ত সুবিধাও দেবে। এই প্ল্যানে ৯০ দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে, যেখান থেকে লাইভ খেলা, সিনেমা ও ওয়েব সিরিজ উপভোগ করা যাবে। একই সঙ্গে, গ্রাহকরা ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ এবং জিও টিভি-র সাবস্ক্রিপশনও পাবেন।