ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হল জিও। সম্প্রতি সিয়াচেন হিমবাহে 4G এবং 5G নেটওয়ার্ক চালু করে ইতিহাস তৈরি করেছে এই টেলিকম অপারেটর। এটি বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং যুদ্ধক্ষেত্রে হিসাবে পরিচিত। সেখানে উচ্চ-গতির মোবাইল সংযোগ প্রদানকারী প্রথম টেলিকম অপারেটর হিসাবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে Jio।
ভারতীয় সেনাবাহিনীর সাথে সহযোগিতায়, রিলায়েন্স জিও এই প্রত্যন্ত অঞ্চলে সফলভাবে একটি 5G বেস স্টেশন স্থাপন করেছে। ১৫ জানুয়ারি সেনা দিবসের আগে সেনা কর্মীদের জন্য এটি মূল্যবান উপহার বলে মনে করছে মুকেশ আম্বানির কোম্পানি। জানা গিয়েছে, সেনাবাহিনীর সিগন্যালারদের সহায়তার ফলে এই কঠিন এবং দুর্গম স্থানে মোবাইল সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে জিও, যা আক্ষরিক অর্থে অসাধারণ সাফল্য বলে মনে করা হচ্ছে।
স্বদেশী 5G প্রযুক্তি ব্যবহার করে জিও, সিয়াচেন হিমবাহের একটি ফরোয়ার্ড পোস্টে প্লাগ-এন্ড-প্লে প্রি-কনফিগার করা ডিভাইস স্থাপন করেছে। ভারতীয় সেনাবাহিনীর এই কাজে তাদের সহযোগিতা করেছে। এর প্রকল্পে বেশ কয়েকটি প্রশিক্ষণ অধিবেশন, সিস্টেম প্রি-কনফিগারেশন এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল বলে জানা গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এই সরবরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সিয়াচেন হিমবাহের চ্যালেঞ্জিং ভূখণ্ডে জিও’র সরঞ্জাম পরিবহনে সহযোগিতা করেছে তারা। জানা গিয়েছে, কারাকোরাম রেঞ্জের ১৬,০০০ ফুট উচ্চতায় সংযোগটি স্থাপন করা হয়েছে। এই অঞ্চলটি তার চরম তাপমাত্রার জন্য পরিচিত, যা -৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কোম্পানির আশা, দেশের সশস্ত্র বাহিনী যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যার মুখে পড়ে, সেই কঠিন পরিস্থিতিতে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করবে এই নেটওয়ার্ক।