মোবাইল চালু রাখতে রিচার্জ জরুরি। কিন্তু সেই রিচার্জের দাম যেন আকাশচুম্বি। এদিন একটি প্ল্যানের দাম ১০০ টাকা বৃদ্ধি করল রিলায়েন্স জিও, যা লাগু হবে ২৩ জানুয়ারি থেকে। গত বছর জুলাইয়ে ১১-২৫% ট্যারিফ বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। লক্ষ্য ছিল, ইউজার প্রতি গড় আয় বৃদ্ধি করা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, জিও-এর ইউজার প্রতি গড় আয় বেড়েছে ১২%, প্রায় ২০৩ টাকা। কিন্তু তা সত্ত্বেও কমছে না রিচার্জের দাম।
কোন রিচার্জের দাম বাড়াল জিও?
১৯৯ টাকার পোস্টপেড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। ২৩ জানুয়ারি থেকে এই রিচার্জ প্ল্যানের জন্য ২৯৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে যে সুবিধাগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য – ২৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি SMS এবং বিনামূল্যে রোমিং।
সুবিধা অপরিবর্তিত থাকলেও, হু হু করছে বাড়ছে দাম। এই রিচার্জ প্ল্যানটি যারা ব্যবহার করে থাকেন, তাদের পকেট থেকে ১০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। ২৯৯ টাকা থেকে এখন শুরু পোস্টপেড রিচার্জ প্ল্যান। আশঙ্কা, এই ঘোষণায় চাপ বাড়তে পারে মধ্যবিত্তের। কারণ প্রিপেড ছাড়া অনেকেই পোস্টপেড রিচার্জের উপর নির্ভর করেন।
Jio পোস্টপেড প্ল্যান
যারা নতুন অর্থাৎ প্রথমবার জিও পোস্টপেড রিচার্জ করতে চলেছেন তাদের জন্য সবথেকে কম দামি প্ল্যান ৩৪৯ টাকার। যেখানে ৩০ জিবি, আনলিমিটেড কলিং, আনলিমিটেড ৫জি ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত। এখনও পর্যন্ত কোম্পানির সবথেকে সস্তা ফামিলি প্ল্যানের দাম ৪৪৯ টাকা, যার ভ্যালিডিটি এক মাস। এতে ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে।
সবমিলিয়ে মোবাইল রিচার্জের দাম বাড়লেও, সুবিধা অপরিবর্তিত রেখেছে কোম্পানি। এর ফলে মাসিক খরচে প্রভাব পড়তে পারে আম আদমির। গত বছর জুলাইয়ে দাম বাড়ার পর অনেকেই জিও ছেড়ে বিএসএনএলে গেছেন। পোস্টপেড প্ল্যানের এই দাম বৃদ্ধির পর তার পুনরাবৃত্তি হবে কি না সেটাই এখন দেখার।