টেলিকম

মোবাইলে রিচার্জ করার SMS পাঠিয়ে চলছে প্রতরণা, Jio, Airtel, VI গ্রাহকরা সাবধান

Published on:

Trai release big warning for jio airtel vi users about fake mobile recharge scam

মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। বিনামূল্যে রিচার্জ অফারের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে জালিয়াতি। ট্রাই-এর ছদ্মবেশে গ্রাহকদের কাছে প্রতারণামূলক এসএমএস বার্তা পাঠানো হচ্ছে। টেলিকম নিয়ন্ত্রক জানিয়েছে, এই ধরনের কোনও অফার TRAI দ্বারা জারি করা হয়নি। ব্যবহারকারীদের এই বার্তাগুলি থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মোবাইল রিচার্জ সম্পর্কিত কোনও অফার বা ছাড় থাকলে তা টেলিকম অপারেটর দ্বারা সরবরাহ করা হয়। সেটাও নির্দিষ্ট পদ্ধতি মেনে এবং বৈধ চ্যানেলের মাধ্যমে। এই অফারগুলি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে জানতে পারবেন। কিন্তু, ইদানিং তা নকল করে, টেলিকম সংস্থার নামে পাঠানো হচ্ছে Jio, Airtel, VI ও BSNL গ্রাহকদের।

WhatsApp Community Join Now

WhatsApp -এও ছড়িয়ে পড়েছে সেই মেসেজ। বিভিন্ন গ্রূপে এই মেসেজগুলি ফরওয়ার্ড করা হচ্ছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করেছে, জালিয়াতি বার্তাগুলি ব্যবহারকারীদের ডিভাইসগুলির নিয়ন্ত্রণ পাওয়ার জন্য পাঠানো হচ্ছে। লক্ষ্য, ব্যাঙ্কিং বিবরণ-সহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরি করা।

আপনি কীভাবে সতর্ক থাকবেন?

ট্রাই পরামর্শ দিয়েছে যে, ব্যবহারকারীরা সতর্ক থাকুন এবং তারা যে কোনও সন্দেহজনক বার্তা বা কল পেলে রিপোর্ট করুন। রিপোর্ট করার জন্য সাইবার ক্রাইম ওয়েবসাইট https://Cybercrime.gov.in এবং সঞ্চার সাথী পোর্টাল https://sancharsaathi.gov.in এ ভিজিট করতে পারেন। ব্যবহারকারীদের সুরক্ষার জন্য ট্রাই ইতিমধ্যে 100,000টিরও বেশি জাল মেসেজের টেমপ্লেট ব্লক করেছে।

ট্রাই আরও জানিয়েছে যে, তারা এমন কোনও অফার তৈরি বা অনুমোদন করেনি। ব্যবহারকারীদের শুধুমাত্র তাদের টেলিকম প্রদানকারীদের কাছ থেকে এই বিষয়ে তথ্য নেওয়া উচিত। অবাঞ্ছিত বার্তাগুলিতে অন্তর্ভুক্ত যে কোনও লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকুন। কারণ ক্লিক করার ফলে আপনার ফোন ম্যালওয়্যার ভাইরাস দ্বারা দ্বারা সংক্রামিত হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন