SonyLiv সাবস্ক্রিপশন একদম FREE, তিনটি রিচার্জ প্ল্যান লঞ্চ করল ভোডাফোন আইডিয়া

গ্রাহক সংখ্যার নিরিখে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া। সম্প্রতি এই কোম্পানি একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে বিনামূল্যে SonyLiv সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ব্যবহারকারীদের আলাদা করে এই জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের জন্য টাকা দিতে হবে না। তিনটি রিচার্জ প্ল্যানে এই সুবিধা যোগ করেছে ভিআই। বিনোদন-প্রেমীদের জন্য এটি দুর্দান্ত সুযোগ।

ভিআই-এর কোন কোন রিচার্জে পাবেন SonyLiv সাবস্ক্রিপশন?

Vi-এর ৯৫ টাকা, ৪০৮ টাকা এবং ৯৯৮ টাকার প্ল্যানে এই OTT সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৯৫ টাকার প্ল্যানে ১৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। মিলবে ৪ জিবি হাই-স্পিড ডেটা এবং ২৮ দিনের সাবস্ক্রিপশন। তবে এটি রিচার্জ করার আগে আপনার একটি সক্রিয় বেস প্ল্যান থাকতে হবে।

৪০৮ টাকার রিচার্জে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে, সঙ্গে দৈনিক ২ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি SMS। এই প্ল্যানেও ২৮ দিনের SonyLiv সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে। এতে অতিরিক্ত ভাবে, উইকেন্ড ডেটা রোলওভার এবং রাত ১২ থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

সর্বশেষ ৯৯৮ টাকার রিচার্জ প্ল্যানে SonyLiv এর ৮৪ দিন সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং, বিনামূল্যে দৈনিক ১০০টি SMS এবং দৈনিক ২ জিবি ডেটা। এই রিচার্জের সঙ্গেও উইকেন্ড ডেটা রোলওভার এবং বিঞ্জ মিডনাইট ডেটার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

টেলিকম বাজারে জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই রিচার্জগুলি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করা হচ্ছে।