Vi আনল Nonstop Hero রিচার্জ প্ল্যান, ৩৯৮ টাকা থেকে আনলিমিটেড ইন্টারনেট ও কলিংয়ের সুবিধা

ভারতে ইন্টারনেট ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ঘরে-বাইরে, অফিস কিংবা ব্যক্তিগত জীবনে ইন্টারনেট ডেটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেই সঙ্গে কলিং-এর ক্ষেত্রেও মানুষ খুঁজছেন সীমাহীন সুবিধা। এই চাহিদার কথা মাথায় রেখে Vodafone Idea (Vi) লঞ্চ করেছে তিনটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান – যাদের নাম দেওয়া হয়েছে ‘Nonstop Hero’। এই প্ল্যানগুলো Vi মূলত তাদের জন্য এনেছে যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা চান।

Vodafone Idea এর নতুন তিনটি প্ল্যানের সুবিধা

Vi-এর Nonstop Hero প্ল্যানের দাম যথাক্রমে ৩৯৮ টাকা, ৬৯৮ টাকা এবং ১০৪৮ টাকা। এই তিনটি প্ল্যানেই পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস, এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। আর প্ল্যানগুলো ৩০০ জিবি পর্যন্ত ডেটা ফেয়ার ইউসেজ পলিসির অধীনে এসেছে, যার মাধ্যমে ব্যবহারকারী নির্বিচারে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন।

আরও পড়ুন: Jio-র নতুন ধামাকা, গেম খেলার জন্য মাত্র ৪৮ টাকা থেকে আনল নতুন রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৩৯৮ টাকা প্ল্যান

Vi এর ৩৯৮ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এখানে পাওয়া যাবে ফ্রি লোকাল ও STD কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং দেশের যেকোনো প্রান্তে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা। এখানে গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ জিবি পর্যন্ত ডেটা উপভোগ করতে পারবেন।

ভোডাফোন আইডিয়ার ৬৯৮ টাকা প্ল্যান

৩৯৮ টাকার প্ল্যানের সমস্ত সুবিধাই ভোডাফোন আইডিয়ার ৬৯৮ টাকার প্ল্যানে রয়েছে, তবে এর ভ্যালিডিটি ৫৬ দিন। যারা দীর্ঘদিন ধরে ডেটা ও কলিংয়ের সুবিধা চান, তাদের জন্য প্ল্যানটি যথাযথ।

ভোডাফোন আইডিয়ার ১০৪৮ টাকা প্ল্যান

Vi এর ১০৪৮ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন, অর্থাৎ প্রায় তিন মাস। এটি মূলত সেই সব গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা প্রচুর ডেটা ব্যবহার করেন। এখানেও আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি এসএমএস, এবং আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা আছে।

‘আনলিমিটেড’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে?

Vi-এর নতুন ননস্টপ হিরো প্ল্যানে ‘আনলিমিটেড’ ডেটার কথা বলা হলেও এর একটি লিমিট রয়েছে। গ্রাহকরা মোট ৩০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। তবে এই পরিমাণ ডেটা অধিকাংশ গ্রাহকদের জন্য যথেষ্ট।