জিও সম্প্রতি ঘুরপথে 19 টাকার ও 29 টাকার ডেটা ভাউচারের দাম বাড়িয়েছিল। ঘুরপথে বলার কারণ, সরাসরি এই দুই প্ল্যানের দাম বাড়ানো হয়নি, তবে ভ্যালিডিটি আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। Jio-র পরে, Vodafone Idea -ও এখন তাদের ডেটা প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই মুহূর্তে সংস্থাটি সরাসরি একটি ডেটা প্ল্যানের দাম বাড়িয়েছে। আসুন Vi তাদের কোন ডেটা ভাউচারের দাম কত টাকা বাড়ালো দেখে নেওয়া যাক।
Vi এর ডেটা প্ল্যান ব্যয়বহুল হল
ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) তাদের সবচেয়ে সস্তা ডেটা ভাউচারের দাম বাড়িয়েছে। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল টেলিকম অপারেটরটি। সেই সময় ভিআই তাদের সবচেয়ে সাশ্রয়ী ডেটা ভাউচারের দাম 19 টাকা থেকে বাড়িয়ে 22 টাকা করেছিল।
ভোডাফোন আইডিয়ার 1 জিবি ডেটা প্ল্যানের দাম বেড়ে হল 23 টাকা
আজ 22 টাকার Vodafone Idea ডেটা প্ল্যানের দাম ফের বাড়ানো হয়েছে। নতুন দামে এখন Vi এর ওয়েবসাইটে প্ল্যানটি তালিকাভুক্ত এবং সারা ভারত জুড়ে প্রযোজ্য। সংস্থার সবচেয়ে সস্তা এই ডেটা ভাউচারে 1 জিবি ডেটা পাওয়া যাবে এবং এর নতুন দাম হয়েছে 23 টাকা। এটি আগের মতোই একদিনের জন্য বৈধ। অর্থাৎ প্ল্যানটির দাম কেবল 22 টাকা থেকে বাড়িয়ে 23 টাকা করা হয়েছে কিন্তু অন্যান্য সুবিধা একইরকম আছে।
Jio-র 19 টাকার ডেটা ভাউচারের বৈধতা কমানো হয়েছে
সম্প্রতি রিলায়েন্স জিও 19 টাকার ডেটা ভাউচারের বৈধতা পরিবর্তন করেছে। 19 টাকার ভাউচারের বৈধতা আগে বেস অ্যাক্টিভ প্ল্যানের মতোই ছিল। কিন্তু এখন তা কমিয়ে 1 দিন করা হয়েছে।
Jio-র 29 টাকার ডেটা প্যাকে বদল
জিও-র 29 টাকার ডেটা ভাউচারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আগে গ্রাহকরা এই ডেটা ভাউচার বেস অ্যাক্টিভ প্ল্যান পর্যন্ত ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন রিলায়েন্স জিও-র 29 টাকার ডেটা ভাউচার মাত্র ২ দিনের জন্য বৈধ থাকবে।