Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone Idea। এদিন, দেশের প্রথম মুম্বইয়ে এই ট্রায়াল শুরু করেছে কোম্পানি। ভোডাফোন আইডিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই পরিষেবার বাণিজ্যিক প্রবর্তন চলতি মাসেই শুরু হবে। ২০২৫ সালের এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় এবং পাটনায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এক রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ে বেশ কিছু ভোডাফোন আইডিয়া ব্যবহারকারী তাদের ডিভাইসে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই সংক্রান্ত পোস্ট এবং ভিডিয়ো শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে গত দুই বছর ধরে ৫জি পরিষেবা দিচ্ছে জিও এবং এয়ারটেল। সেই দিক দিয়ে ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের কাছে এই পদক্ষেপ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে।
মুম্বই শহরের বেশ কিছু এলাকা, যেমন – অন্ধেরি, ব্যাংন্দ্রা, দাদার স্টেশন, মুম্বই সেন্ট্রাল, চার্চগেট স্টেশন, মেরিন ড্রাইভ মেরিন লাইন স্টেশন ইত্যাদি জায়গায় এই ৫জি নেটওয়ার্ক পেয়েছেন ব্যবহারকারী। শুধু তাই নয়, ২৪৩ Mbps পর্যন্ত গতিও নাকি পাওয়া গিয়েছে বলে দাবি অনেকের। সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন তারা।
সবমিলিয়ে মুম্বইতে স্পিড টেস্টে আশাব্যঞ্জক ফলাফল দেখা গেলেও, এখনও গিগাবাইট স্পিডে পৌঁছতে পারেনি কোম্পানি। যদিও এই রোলআউটটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীরা পরিষেবায় আরও উন্নতি আশা করছেন। ভোডাফোন আইডিয়াও ৫জি অবকাঠামো স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। আগামীদিনে দেশজুড়ে একাধিক টেলিকম সার্কেলে এই ৫জি পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.