মুখ্য সংবাদ

Starlink-র আগেই বিমানের মধ্যে WIFi পরিষেবা চালু করল Air India

Published on:

Air india launches in flight wifi service before Starlink

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, দুই রুটেই পাওয়া যাবে Air India এর ফ্লাইটে ইন-ফ্লাইট Wi-Fi পরিষেবা। স্টারলিঙ্কের আগে ভারতে এই সুবিধা আনল টাটা গ্ৰুপ মালিকাধীন এই বিমান সংস্থা। জানা গিয়েছে, এই পরিষেবাটি পাওয়া যাবে Airbus A350, Boeing 787-9 এবং নির্বাচিত Airbus A321neo-সহ একাধিক বিমানে।

ভারতের মধ্যে ফ্লাইটে ইন-ফ্লাইট Wi-Fi ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রথম এয়ারলাইন হয়ে উঠল এয়ার ইন্ডিয়া। যাত্রীরা এবার বিমানের মধ্যে কানেক্টিভিটি পাবেন, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ্লিকেশনগুলি উপভোগ করা যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের মতো ডিভাইসগুলিতে কাজ করবে এই ওয়াই-ফাই।

WhatsApp Community Join Now

10 হাজার ফুটে অর্থাৎ মাঝ আকাশেও ব্যবহার করা যাবে উচ্চ গতির ইন্টারনেট। পাইলট প্রোজেক্ট হিসাবে পরিষেবাটি চালু করেছে এয়ার ইন্ডিয়া। নিউইয়র্ক, লন্ডন, প্যারিস এবং সিঙ্গাপুরের মতো গন্তব্যে যাতায়াত করে, এমন আন্তর্জাতিক ফ্লাইট যেমন Airbus A350, Airbus A321 নিও এবং Boeing B787-9 বিমানগুলিতে সুবিধাটি পাওয়া যাবে। পরিচায়ক সময়কালে, Wi-Fi পরিষেবা বিনামূল্যে উপভোগ করতে পারবেন যাত্রীরা।

কীভাবে Air India এর ইন-ফ্লাইট WiFi চালু করবেন?

এয়ার ইন্ডিয়ার ইন-ফ্লাইট Wi-Fi এর সাথে সংযোগ করার জন্য যাত্রীদের Wi-Fi অন করতে হবে। তার পর ‘Air India Wi-Fi’ নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এবং পোর্টালে তাদের PNR এবং নামের পদবি লিখতে হবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে সময়ের সাথে সাথে বহরে থাকা অন্যান্য বিমানগুলিতে ধীরে ধীরে Wi-Fi পরিষেবা চালু করা হবে। বিমান সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, ইন-ফ্লাইট ওয়াই-ফাই সংযোগগুলি স্যাটেলাইট সংযোগ, সামগ্রিক ব্যান্ডউইথ ব্যবহার, ফ্লাইট রুট এবং সরকারি আইনের কথা মাথায় রেখে আনা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন