শুরু হচ্ছে Amazon Great Summer Sale, অতি সস্তায় এসি, ফ্রিজ থেকে স্মার্টফোন, টিভি

আগামী ১ মে, ২০২৫ থেকে শুরু হতে চলেছে Amazon Great Summer Sale, যেখানে ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন প্রোডাক্ট আকর্ষণীয় ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। এই সেলটি অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য আগেরদিন মধ্যরাত থেকে শুরু হবে। আর সাধারণ ক্রেতারা দুপুর ১২টা থেকে বিভিন্ন অফারের সুবিধা নিতে পারবেন। আসুন অ্যামাজন গ্রেট সামার সেলের অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Amazon Great Summer Sale থেকে বিশাল ডিসকাউন্টে কিনতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট
অ্যামাজন গ্রেট সামার সেলে স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, এসি, স্মার্টওয়াচ, ইয়ারবাডস, গেমিং ল্যাপটপ এবং আরও অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট বাম্পার ছাড়ে কেনা যাবে। Samsung, Xiaomi, Lenovo, Dell, Apple এবং অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে লোভনীয় অফার পাওয়া যাবে। এর পাশাপাশি, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন প্রোডাক্ট, ফ্যাশন আইটেম এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ডিসকাউন্ট সহ কেনা যাবে।
অ্যামাজন গ্রেট সামার সেলের ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক ডিলস
অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৫-এ ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এর পাশাপাশি, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই অপশনও থাকছে।
অ্যামাজন সেলের বিশেষ সুবিধা
অ্যামাজন গ্রেট সামার সেল চলাকালীন, ক্রেতারা পাবেন ফ্রি ডেলিভারি, ইজি রিটার্ন, এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা। অর্থাৎ সেলটি সেইসব ক্রেতাদের জন্য একটি চমৎকার সুযোগ, যারা পছন্দের প্রোডাক্ট সস্তায় কেনার জন্য অনেকদিন অপেক্ষা করছিলেন।