মুখ্য সংবাদ

অ্যান্ড্রয়েড ফোনে আসছে নতুন Android 16 আপডেট, থাকবে ভরপুর AI ফিচার

খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) আপডেটে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। যোগ্য স্মার্টফোনগুলিতে ধাপে ধাপে এই আপডেট প্রকাশ ... Read more

Published on:

Android 16 os launching soon with new AI features before schedule plan

খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) আপডেটে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। যোগ্য স্মার্টফোনগুলিতে ধাপে ধাপে এই আপডেট প্রকাশ করতে পারে গুগল। নতুন অপারেটিং সিস্টেমে সবথেকে বড় চমক হতে পারে একগুচ্ছ এআই ফিচার। এই মুহূর্তে, প্রত্যেক স্মার্টফোন ব্র্যান্ড তাদের ডিভাইসে এআই ফিচার দিতে শুরু করেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তি সুবিধা দিতে প্রস্তুত অ্যান্ড্রয়েড ১৬।

Android 16 লঞ্চ হওয়ার তারিখ

সম্প্রতি, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ সম্পর্কে বিস্তারিত তথ্য উন্মোচন করা হয়েছে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬ এর আনুষ্ঠানিক প্রকাশের তারিখ ১৬ জুন, ২০২৫ হবে বলে আশা করা হচ্ছে। যদিও গুগল সাধারণত আগস্ট মাসে নতুন সংস্করণ প্রকাশ করে থাকে। এবার কয়েক মাস আগে এটি প্রকাশ করে অবাক করতে পারে সংস্থাটি।

উল্লেখ্য, গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত জানিয়েছেন, তারা এই বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেটের সাথে অ্যান্ড্রয়েড ১৬ চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, তাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টিম বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত। যার জন্য ‘ট্রাঙ্ক স্টেবল’ ডেভেলপমেন্ট মডেল গ্রহণ করেছে তারা।

Android 16

Android 16 : সম্ভাব্য ফিচার

গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা বৃদ্ধির উপর নজর দেবে অ্যান্ড্রয়েড ১৬। বিভিন্ন ধরনের এআই-চালিত বৈশিষ্ট্যও আত্মপ্রকাশ করতে পারে। যেমন – স্বয়ংক্রিয় টেক্সট পরামর্শ, স্মার্ট উত্তর এবং রিয়েল-টাইম অনুবাদ ইত্যাদি। পাশাপাশি, ব্যাটারি লাইফ এবং অ্যাপ লঞ্চের গতি বাড়ানোর জন্য নতুন অ্যালগরিদমগুলি উন্নত করা হবে। জানা গিয়েছে, ভারতীয় ব্যবহারকারীদের জন্য, গুগল তাদের চাহিদা অনুসারে বিশেষ বৈশিষ্ট্যগুলি চালু করতে পারে এই অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে।