প্রতি বছরে আইফোনে নতুন নতুন চমক থাকে। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বেজেলহীন, পাঞ্চ-হোলবিহীন, এবং হিডেন ফেস আইডি সহ iPhone বাজারে আসবে। যদিও নয়া রিপোর্ট অনুযায়ী, এমন মডেল খুব শীঘ্রই বাজারে আসছে না। বিশ্বস্ত প্রযুক্তি বিশ্লেষক ও ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের সিইও রস ইয়ং সম্প্রতি জানিয়েছেন, অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘হোল-ফ্রি’ আইফোন এখনই আসছে না। আসুন তিনি আর কি কি বলেছেন জেনে নেওয়া যাক।
শোনা যাচ্ছিল, ২০২৭ সালে আইফোনের ২০তম বর্ষপূর্তিতে অ্যাপল এক ঝকঝকে নতুন ডিজাইনের আইফোন আনতে চলেছে। এই মডেলের ডিসপ্লে হবে প্রায় পুরোপুরি বেজেলবিহীন। সঙ্গে থাকবে গ্লাস ব্যাক প্যানেল ও রাউন্ডেড ফ্রেম। কিন্তু বাস্তবে এক্ষুনি এই মডেল বাজারে আসছে না।
জানা গিয়েছিল, এই আইফোনে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা সম্পূর্ণরূপে AMOLED স্ক্রিনের ভিতরে থাকবে। অর্থাৎ স্ক্রিনে কোনো কাটআউট বা হোল থাকবে না। কিন্তু ইয়ং বলছেন, ২০২৬ সালের আগে Apple পুরোপুরি এই ধরনের প্রযুক্তি সহ ডিভাইস বাজারে আনতে পারবে না।
তবে অ্যাপল চাইলে ফেস আইডির কিছু সেন্সর স্ক্রিনের নিচে লুকিয়ে রাখতে পারে, যার ফলে এখনকার তুলনায় ছোট আকারের পিল-শেপড কাটআউট থাকবে, যদিও সেরা ‘হোল-ফ্রি’ আইফোন হবে না।
তবে আশার কথা হল রস ইয়ং জানিয়েছেন, ২০২৮ সালের মধ্যে থ্রিডি ফেস রিকগনিশনের জন্য প্রয়োজনীয় সব সেন্সর স্ক্রিনের নিচে সরিয়ে আনতে পারবে অ্যাপল। যদিও সেলফি ক্যামেরা ২০৩০ সাল পর্যন্ত পাঞ্চ-হোলের মধ্যেই থাকবে। কারণ, এখনও পর্যন্ত আন্ডার-ডিসপ্লে ক্যামেরার ছবির মান ততটা সন্তোষজনক নয়। এই কারণেই আমেরিকার টেক জায়ান্টটি পিছিয়ে আসছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.