কম দামে ভালো ব্র্যান্ডের টিভি খোঁজ করছেন? তাহলে স্যামসাংয়ের কিছু সেরা মডেল বেছে নিতে পারেন। ২০ হাজার টাকার কম বাজেটে বাজারে স্যামসাংয়ের এমন কিছু স্মার্ট এলইডি টিভি (Samsung Smart LED TV) রয়েছে, যেগুলি শুধু দামেই সাশ্রয়ী নয়, পারফরম্যান্সেও বেশ চমকপ্রদ।
এই প্রতিবেদনে আমরা Samsung এর যে মডেলগুলির কথা বলবো সেগুলির ডিসপ্লে ও সাউন্ড – দুটোই দারুণ মানের। ডলবি ডিজিটাল প্লাস অডিও, এইচডি রেডি ডিসপ্লে, স্ক্রিন শেয়ার, সবকিছুই টিভিগুলিতে আছে। এছাড়াও, প্রতিটি মডেলের সাথে পাওয়া যাবে দুবছরের কোম্পানি ওয়ারেন্টি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন মডেল কত দামে পাওয়া যাচ্ছে।
যদি ১৫ হাজার টাকার মধ্যে টিভি খোঁজেন, এই মডেলটি কিনতে পারেন। দাম রাখা হয়েছে প্রায় ১৪,৯৯০ টাকা। এতে আছে ১৩৬৬x৭৬৮ পিক্সেলের এইচডি রেডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৫০ হার্টজ। এতে ২০ ওয়াট সাউন্ড আউটপুট এবং ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট পাওয়া যাবে। কনেক্টিভিটির জন্য রয়েছে ২টি এইচডিএমআই এবং ১টি ইউএসবি পোর্ট।
এটি লিস্টের সবচেয়ে সস্তা মডেল – দাম মাত্র ১৪,৪৯০ টাকা। কিন্তু ফিচারের ক্ষেত্রে কোনো কমতি নেই। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। সাথে ২০ ওয়াট সাউন্ড, ডলবি ডিজিটাল প্লাস এবং স্ক্রিন শেয়ার ফিচারও দেওয়া আছে। পাশাপাশি HDMI ও USB পোর্ট তো থাকছেই।
এই মডেলটির দাম একটু বেশি, প্রায় ১৫,৮৩৫ টাকা (অ্যামাজন ইন্ডিয়ায়)। এর ডিসপ্লের রেজোলিউশন ও রিফ্রেশ রেট দুটোই আগের মডেলের মতো। এর সাথে ডলবি ডিজিটাল প্লাস, ২০ ওয়াট সাউন্ড এবং দুটি HDMI পোর্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ২ বছরের ওয়ারেন্টি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.