মুখ্য সংবাদ

ChatGPT, DeepSeek দেশবাসীর জন্য বিপজ্জনক, AI টুল নিষিদ্ধ করার আদেশ অর্থ মন্ত্রকের

Published on:

ChatGPT DeepSeek Gemini AI tool dangerous for use order ministry of finance

চ্যাটজিপিটি, ডিপসিক এবং গুগল জেমিনির মতো এআই টুল ব্যবহার নিয়ে সরকারি কর্মীদের সতর্ক করল কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে সমস্ত সরকারী কর্মচারীদের এআই টুল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত নোটিশে, সরকার এআই টুলগুলিকে সংবেদনশীল সরকারী নথি এবং ডেটা সুরক্ষার জন্য বিপজ্জনক বলে দাবি করেছে।

উল্লেখ্য, চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা OpenAI এর সিইও স্যাম অল্টম্যান বর্তমানে ভারত সফরে রয়েছেন। ভারতে এআইয়ের ভবিষ্যত নিয়ে তিনি ইতিবাচক মন্তব্যও করেছেন। তবে এরই মধ্যে অর্থ মন্ত্রকের নির্দেশ সরকারী কর্মচারীদের চিন্তায় ফেলেছে।

WhatsApp Community Join Now

এদিকে, সম্প্রতি আলোচিত চীনা এআই টুল DeepSeek R1 কে মার্কিন সরকারি সংস্থার পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে যে কেন এই এআই টুলগুলি বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে?

চ্যাটজিপিটি, ডিপসিক এর মতো এআই টুল কেন বিপজ্জনক?

অর্থ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সরকারী কম্পিউটার, ল্যাপটপ এবং ডিভাইসে এআই অ্যাপ এবং টুল ব্যবহার করা যাবে না। ডেটার গোপনীয়তার কথা মাথায় রেখেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এর অর্থ এই নয় যে, ব্যবহারকারীরা এআইয়ের প্রতি আস্থা হারাবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কারণ ভারতে ব্যবহৃত বেশিরভাগ এআই অ্যাপগুলির সার্ভার বিদেশে অবস্থিত, যা দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক।

আরও পড়ুনঃ আরও নিরাপদ WhatsApp এ ফাইল শেয়ারিং, View Once ফিচারের জন্য এল নতুন সুবিধা

 

 

অনেক অনুমতির প্রয়োজন হয়

মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদিতে এআই টুল ইনস্টল করার সময় অনেক পারমিশন চাওয়া হয়। এই অনুমতিগুলি এআই মডেল তৈরি করা সংস্থাগুলিকে সরকারী অফিসের গুরুত্বপূর্ণ ডেটা এবং ফাইলের অ্যাক্সেস দিতে পারে। যেকারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন