ভারত-চীন সম্পর্কের অবনতির ফলস্বরূপ ২৬৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল ২০২০ সালে। ভারত-চীন সীমান্ত অঞ্চলে দুই দেশের সংঘর্ষের এই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। প্রায় পাঁচ বছর পর এর মধ্যে বেশ কিছু অ্যাপ প্রত্যাবর্তন করা শুরু করেছে। প্রায় ৩৭টি অ্যাপ ডাইনলোডের জন্য উপলব্ধ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে। কিছু অ্যাপ নতুন নামে ফিরেছে, আবার কিছু অ্যাপ অপরিবর্তিত থেকেই প্রত্যাবর্তন করেছে।
এই অ্যাপগুলি বিভিন্ন বিভাগের অন্তর্গত, যার মধ্যে রয়েছে গেমিং, শপিং, বিনোদন, ফাইল শেয়ারিং এবং কন্টেন্ট তৈরি। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় অ্যাপ স্টোরগুলিতে প্রত্যাবর্তন করা অ্যাপগুলির মধ্যে রয়েছে ফাইল-শেয়ারিং পরিষেবা Xender, স্ট্রিমিং প্ল্যাটফর্ম MangoTV এবং Youku, শপিং অ্যাপ Taobao এবং ডেটিং অ্যাপ Tantan।
উল্লেখ্য, MangoTV অপরিবর্তিত থাকলেও, অন্যগুলিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। উদাহরণস্বরূপ, Xender এখন অ্যাপলের অ্যাপ স্টোরে Xender: File Share, Share Music নামে তালিকাভুক্ত। যদিও এটি এখনও Google Play Store-এ অনুপলব্ধ। একইভাবে, Taobao এখন মোবাইল Taobao হিসেবে প্রদর্শিত হচ্ছে। যেখানে Tantan-এর নামকরণ করা হয়েছে TanTan – Asian Dating অ্যাপ।
মজার বিষয় হল, এই অ্যাপগুলির মধ্যে কিছু অ্যাপ এখনও তাদের মূল চীনা ডেভেলপারদের দ্বারা পরিচালিত হচ্ছে। অন্যগুলি ভারতীয় বাজারে পুনরায় প্রবেশের জন্য বিকল্প পথ বেছে নিয়েছে। জনপ্রিয় ফ্যাশন বিক্রেতা শাইন, রিলায়েন্সের সাথে একটি লাইসেন্সিং চুক্তির মাধ্যমে প্রত্যাবর্তন করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে শাইন সম্পর্কিত সমস্ত ব্যবহারকারীর ডেটা এখন ভারতের মধ্যেই সংরক্ষণ করা হবে। এটি নিশ্চিত করে, যে এর সঙ্গে চীনের মূল কোম্পানির কোনও সম্পর্ক নেই।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.